প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৫, ১১:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৮, ২০২৫, ৪:৩১ পি.এম
সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত চকবাজার চাই: ফেডারেশন নেতৃবৃন্দ

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের শিক্ষা স্বাস্থ্য ও ব্যবসায়ী জোন হিসেবে স্বীকৃত চক বাজারের দীর্ঘদিন ধরে চলমান সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্য হকার সমস্যা নিরসনের লক্ষ্যে চকবাজারের ২২টি মার্কেট ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
২৮ জুলাই সোমবার বেলা ১১ টায় চট্টগ্রাম নগরীর চকবাজার গুলজার মোড়ে বৃহত্তর চকবাজার ব্যবসায়ী কল্যাণ ফেডারেশনের সভাপতি কামাল উদ্দিন সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান আসাদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত সকল মার্কেটের দোকান পাট বন্ধ রেখে ব্যাবসায়ীরা প্রতিবাদী মানববন্ধনে অংশগ্রহণ করেন।
এসময় বক্তব্য রাখেন কেয়ারী ইলিশিয়ামের সভাপতি লায়ন নুরুল আবছার,সাফ আমিন মার্কেটের সাধারণ সম্পাদক হাফিজ জামাল, গুলজার টাওয়ার মার্কেটের সভাপতি শাখাওয়াত হোসেন রাহুল, মতি টাওয়ার মালিক সমিতির সাধারণ সম্পাদক সমির কান্তি।
ব্যাবসায়ী নেতারা বলেন, বিগত ১৬ বছর যাবত চট্টগ্রামের ঐতিহ্যবাহী চকবাজারের ব্যবসায়ীরা স্বৈরাচারের দোসরদের হাতে এক প্রকার জিম্মি ছিলো।
৫ আগষ্ট ২০২৪ এর পটপরিবর্তনের পর মনে করেছিলাম এই এলাকায় ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি হবে কিন্তু না স্বৈরাচারের দোসররা মুখোশ পাল্টিয়ে অন্য সংগঠনের আড়ালে আবারো সক্রিয় হয়ে, সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি সৃষ্টি করে এই এলাকায় ব্যবসার পরিবেশ বিনষ্ট করছে।
আমরা মানববন্ধন থেকে জানাতে চাই চকবাজারের ব্যবসায়ীরা যে কোন কিছুর বিনিময়ে চকবাজারের সুন্দর পরিবেশ বজায় রাখবে।
চকবাজারকে ভাসমান হকার ও যানজট মুক্ত রাখার জন্য প্রশাসনের আন্তরিক সহযোগিতা প্রশংসনীয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, নুরুল আবছার, সৈয়দ হোসেন, দিদারুল ইসলাম, নজরুল ইসলাম, মোঃ ইসমাইল, মোঃ আওয়াল, ডাঃ আবুল কালাম আজাদ, মোঃ জাহেদ, আব্দুল গাফফার , ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho