প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৯, ২০২৫, ৮:০২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৯, ২০২৫, ১:২৫ পি.এম
বাড়ি দখলে নিতে বৃদ্ধ বাবার হাত-পা ভেঙে দিল ছেলে

বাড়ি দখলে নিতে ধন মিয়া (৭৮) নামে এক বৃদ্ধ বাবাকে কুপিয়ে হাত-পা ভেঙে দিয়েছেন তার ছেলে। এ সময় পায়ের রগ কেটে দেয়ারও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
সোমবার (২৮ জুলাই) রাতে ওই বৃদ্ধ বাবাকে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এর আগে দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নের তারাউলা গ্রামে এই ঘটনা ঘটে। আহত বৃদ্ধ ধন মিয়া একই এলাকার মৃত কনাই মিয়ার ছেলে।
কান্না জড়িয়ে কণ্ঠে আহত ধন মিয়া অভিযোগ করে বলেন, ‘আমার দুই স্ত্রীর দুই সংসার। প্রথম স্ত্রীর ঘরে ৫ ছেলে ও এক মেয়ে রয়েছে। দ্বিতীয় স্ত্রীর ঘরে দুই ছেলে ও তিন মেয়ে আছে। আমি কৃষিজীবী। আমার দুই স্ত্রীর ৭ ছেলেকে আলাদাভাবে সাতটি বাড়ি দিয়েছি। আমি থাকি ছোট স্ত্রীর সঙ্গে একটি বাড়িতে। আমার প্রথম স্ত্রীর তৃতীয় ছেলে মাসুক মিয়া উচ্ছৃঙ্খল প্রকৃতির। তার নামে মামলাও আছে।
তিনি আরও বলেন, ‘তাকে দেয়া বাড়িতে নিজে বাড়ি না করে আমার বাড়ি অর্ধেক দখলে নিয়েছে। সে পুরো বাড়ি দখল করে নিতে চায়। এ নিয়ে সোমবার সকালে তার সঙ্গে কথা কাটাকাটি হলে স্থানীয় মসজিদের সামনে আমাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করেছে। আমার হাত ও পায়ে কুপিয়েছে। পরে আমার ছোট স্ত্রীর দুই ছেলেসহ স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।’
ব্রাহ্মণবাড়িয়ার ট্রমা সার্জন ডা. মো. সোলায়মান মিয়া বলেন, ‘বৃদ্ধ ধন মিয়ার হাত-পায়ের হাড় ভেঙে গেছে। এ ছাড়াও হাত ও পায়ের একটি করে রগ কেটে গেছে অস্ত্রের আঘাতে। তাকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় পাঠানো হয়েছে। এ বিষয়ে জানতে অভিযুক্ত ছেলে মাসুক মিয়া মোবাইল ফোনে একাধিকবার কল দেয়া হলেও তিনি তা রিসিভ করেননি।
নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুর ইসলাম বলেন, বিষয়টি আমরা অবগত হয়েছি। এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho