প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২, ২০২৫, ১০:২০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩০, ২০২৫, ৮:১২ পি.এম
রাজবাড়ীতে যুবককে কুপিয়ে হত্যা: দুই জনের যাবজ্জীবন

মেহেদী হাসান, রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে বাবু খান নামে এক যুবককে কুপিয়ে হত্যা মামলায় খোরশেদ সরদার ও শাজাহান সরদার নামে দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) সকালে রাজবাড়ীর সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক জয়নাল আবেদীন এ রায় দেন। রায় প্রদানের সময় দণ্ডপ্রাপ্ত দুই আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, ডলার ব্যবসার সূত্র ধরে গত ২০১৮ সালের ২১ ফেব্রুয়ারি রাতে শরীয়তপুর থেকে ডেকে এনে রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের একটি রসুন ক্ষেতে নিয়ে পেটের ডান পাশে কুপিয়ে হত্যা করা হয় বাবু খানকে। পরদিন সকালে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পাংশা মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মরদেহের পরিচয় শনাক্ত না হওয়ায় এসআই রইজুল আলম নিজেই বাদী হয়ে পাংশা মডেল থানায় হত্যা মামলা করেন। তদন্তকালে লাশের ছবি বিভিন্ন থানায় পাঠানো হয়। পরে হত্যাকাণ্ডের শিকার ব্যক্তির পরিচয় জানা যায়। তিনি শরীয়তপুর জেলার নড়িয়া থানার মসুরা গ্রামের সেকেন্দার খানের ছেলে বাবু খান। দীর্ঘ তদন্তের পর পুলিশ খুনের সঙ্গে জড়িত দুই আসামিকে শনাক্ত করে। পুলিশ মামলাটি তদন্ত শেষে খোরশেদ সরদার ও শাজাহান সরদারের বিরুদ্ধে চার্জশিট জমা দেন।
রাজবাড়ী জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক-২ বলেন, এই হত্যা মামলাটির রহস্য উদঘাটন করে আদালতে উপস্থাপন করে পুলিশ। আদালত দীর্ঘ শুনানি শেষে অভিযুক্ত দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। আমরা এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho