প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৩০, ২০২৬, ৪:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১, ২০২৫, ৮:১৬ এ.এম
বাংলাদেশি অভিনেত্রী শান্তা পাল কলকাতায় গ্রেপ্তার

মিস এশিয়া গ্লোবাল বাংলাদেশ খেতাব জয়ী মডেল ও অভিনেত্রী শান্তা পাল গ্রেপ্তার। একসঙ্গে দু’দেশের পরিচয়পত্র রাখার অভিযোগে তাকে গ্রেপ্তার করে কলকাতার পার্ক স্ট্রিট থানার পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম এবিপি লাইভের প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৮ জুলাই ভারতের বিক্রমগড়ের একটি ফ্ল্যাট থেকে শান্তাকে গ্রেফতার করে পুলিশ। বাংলাদেশি হয়েও কীভাবে ভারতীয় পরিচয়পত্র তিনি পেলেন তা খতিয়ে দেখছে গোয়েন্দা পুলিশ।
এ প্রসঙ্গে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার বলেন, ২০২৩ সাল থেকে যাদবপুরের বিজয়গড়ে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস করছিলেন শান্তা। তার কাছে ভারতীয় পরিচয়পত্রটি আসল না নকল তা যাচাই করার প্রক্রিয়া চলছে।রূপেশ কুমার আরও বলেন, কোন কোন কাগজপত্র দেখিয়ে ভারতের আধার ও ভোটার কার্ড তিনি পেয়েছেন তা জানার চেষ্টা চলছে। সে বিষয়ে সংশ্লিষ্ট সরকারি দফরের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। খাদ্য দফরে পাঠানো হয়েছে রেশন কার্ড সংক্রান্ত তথ্য যাচাইয়ের অনুরোধ।
মিস এশিয়া গ্লোবাল বাংলাদেশ খেতাব ছাড়াও একাধিক বিউটি কনটেস্টে অংশ নেন শান্তা। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও পরে জনপ্রিয় বিভিন্ন ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হন। নাটকে দুই বছর কাজ করেছেন।
'ব্যাচেলর ইন ট্রিপ' সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। নির্মাতা বিশ্বনাথ রাও পরিচালিত তেলেগু সিনেমা ‘ইয়েরালাভা’-তেও অভিনয় করেছেন বাংলাদেশের এ অভিনেত্রী।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho