প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৮, ২০২৬, ১১:০০ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২, ২০২৫, ১২:৫২ পি.এম
মোটরসাইকেলে ফেনসিডিল পাচারকালে সিরাজগঞ্জে ২ মাদককারবারি আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে মোটরসাইকেলে করে ফেনসিডিল পাচারের সময় দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২। তাদের কাছ থেকে ১০৫ বোতল ফেনসিডিল, চারটি মোবাইল ফোন, নগদ ৬ হাজার ৪৮০ টাকা ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) দুপুরে সদর উপজেলার রায়পুর ১ নম্বর মিলগেট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার লক্ষীপুর গ্রামের মো. একাবর আলীর ছেলে মো. নবাব চৌধুরী (২৫) এবং মোবারকপুর গ্রামের মৃত সেন্টু রহমানের ছেলে মো. সেলিম রেজা (৩৫)।
শনিবার (২ আগস্ট) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১২-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ।
বিজ্ঞপ্তিতে তিনি জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে মোটরযানে পরিবহনের মাধ্যমে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় মাদক সরবরাহ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ রায়পুর এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে অভিযানে নামে এবং ১০৫ বোতল ফেনসিডিলসহ দুইজনকে হাতেনাতে আটক করে।
আটকদের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho