প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩, ২০২৫, ৭:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৪, ২০২৫, ১:১৮ পি.এম
সীমান্তে ফের বিএসএফের গুলি, আহত বাংলাদেশি

সাতক্ষীরার লক্ষ্মিদাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ৬টার দিকে সদর উপজেলার লক্ষ্মিদাড়ী সীমান্তে এ ঘটনা ঘটে। আহত আলমগীর হোসেন সাতক্ষীরা সদর উপজেলার লক্ষ্মিদাড়ী এলাকার শেখ সাইদের ছেলে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজ সকাল ৬টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার লক্ষ্মিদাড়ী সীমান্তে নিজের মৎস্য ঘেরে আলমগীর হোসেন কাজ করছিলেন। এ সময় কয়েকজনকে বিএসএফ ধাওয়া করে। তারা বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়লে বিএসএফ গুলি ছোড়ে। এতে গুলিতে আলমগীর হোসেন আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন।
সদর হাসপাতালের চিকিৎসক ডা. এবিএম আক্তার মারুফ জানান, আলমগীর হোসেন গুলিবিদ্ধ। তার মাথার ডান পাশে একাধিক ছিদ্র রয়েছে। তবে তিনি আশঙ্কামুক্ত। হাসপাতালে সিটিস্ক্যান মেশিন অকেজো থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ বিষয়ে সাতক্ষীরার-৩৩ ব্যাটেলিয়ানের ভোমরা কোম্পানি কমান্ডার সুবিদার জহিরুল ইসলাম বলেন, ওই যুবক ছররা গুলিতে আহত হয়েছেন। এ ঘটনায় বেলা ১১টায় সাতক্ষীরার ভোমরা সীমান্তে ৩ নম্বর মেইন পিলারের কাছে কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের পক্ষে ৬ জন সৈনিক ও ভারতের ঘোজাডাঙ্গা কোম্পানি কমান্ডার এসি সঞ্জিত কুমারের নেতৃত্বে ৬ জন সৈনিক অংশ নেন। তবে পতাকা বৈঠকে বিএসএফের পক্ষ থেকে গুলি করার বিষয়টি অস্বীকার করা হয়েছে বলে জানান জহিরুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho