
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২০২৩-২৪ শিক্ষাবর্ষের কামিল (হাদীস বিভাগ) শিক্ষার্থীদের প্রথমবারের মতো সবক প্রদান ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৪ আগস্ট) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কুরআন তেলাওয়াত ও ইসলামি সংগীত পরিবেশনের মাধ্যমে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ সবক প্রদান করেন খুলনা আলিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা মোঃ সালেহ সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা নেছারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা মোঃ আব্দুর রহমান এবং খুলনা টাউন জামে মসজিদের খতিব হযরত মাওলানা হাফেজ মোঃ আবু দাউদ সাহেব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ড. মোঃ রুহুল আমীন খান।
আলোচনা পর্বে অতিথিবৃন্দ হাদীস শিক্ষার গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বক্তব্য প্রদান করেন এবং শিক্ষার্থীদের ইসলামী জ্ঞান অর্জনে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় ধর্মপ্রাণ জনগণ উপস্থিত ছিলেন। সবশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি 







































