প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩, ২০২৫, ৬:১০ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৭, ২০২৫, ২:৪৩ পি.এম
ভেঙে গেছে ঝর্ণা খালের ব্রীজ , সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট

ইসমাইল ইমন, চট্টগ্রাম জেলা প্রতিনিধি
চট্টগ্রামে বুধবার মধ্যরাত থেকে টানা প্রবল বর্ষণে নগরীর দুই নম্বর গেট-অক্সিজেন সড়কের স্টারশিপ কারখানা
সড়কের জালালাবাদ অক্সিজেন শীতল ঝর্ণা খালের ব্রীজ ভেঙে গেছে।
এতে সড়কটিতে যানচলাচল বন্ধ রয়েছে, সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের। সেই সাথে টানা বর্ষণে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অব্যাহত বৃষ্টিপাতের কারণে সড়কে গাড়ির সংখ্যাও কম। এতে সপ্তাহের শেষ কর্মদিবসে ভোগান্তিতে পড়তে হচ্ছে নগরবাসীকে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে পিবিও আমবাগান আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিজন রায় এই প্রতিনিধিকে বলেন, সকাল নয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৮১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় ২৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
এদিকে টানা বৃষ্টিতে নগরীর শুলক বহর,রাহাত্তরপুল, বাকলিয়া , চকবাজার বহদ্দারহাট,কেপাসগোলা, জিইসি, মুরাদপুর, আগ্রাবাদ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
এসব এলাকার বাসাবাড়ি, দোকানপাটে ঢুকে পড়েছে বৃষ্টি ও খালের ময়লা পানি।
বাকলিয়া এলাকার বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, রাত থেকে একাধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে তলিয়ে গেছে রাস্তা।
অফিস, শিক্ষা প্রতিষ্ঠান ও জীবিকার তাগিদে বাহির হওয়া সাধারণ মানুষকে জুতা হাতে বের হতে হচ্ছে। গাড়িও পাওয়া যাচ্ছে না, পেলেও ভাড়া বেশি। এই ভোগান্তি প্রতি বর্ষা মৌসুমে নিত্যদিনের নগরবাসীদের। চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho