
স্টাফ রিপোর্টার- তৌহিদুল ইসলাম সরকার
গাজীপুরে সন্ত্রাসীদের হাতে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদে ও জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নান্দাইলের সাংবাদিক সমাজ মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
শনিবার (৯ আগস্ট) দুপুর ১২টার দিকে নান্দাইল উপজেলা চত্বর সংলগ্ন ময়মনসিংহ–কিশোরগঞ্জ মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, হান্নান মাহমুদ, আলম ফরাজি, বাবু অরবিন্দ পাল, মোখলেছুর রহমান ও জহিরুল ইসলাম লিটন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শামছ–ই–তাবরিজ রায়হান।
বক্তারা বলেন, “সাংবাদিক তুহিন ছিলেন সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীক কণ্ঠস্বর। তাঁর হত্যাকাণ্ড শুধু সাংবাদিক সমাজ নয়, সমগ্র জাতিকে শোকাহত করেছে। আমরা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”
তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি, যাতে ভবিষ্যতে এ ধরনের নৃশংস ঘটনা আর না ঘটে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে ভিডিও করা নিয়ে বিরোধের জেরে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় তুহিনকে। নিহত তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ-এর গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন। তাঁর বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে। এ ঘটনায় নিহতের বড় ভাই মো. সেলিম বাদী হয়ে শুক্রবার সকালে বাসন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যেখানে ২০–২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
এসময় নান্দাইল উপজেলার সকল প্রেসক্লাবের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, প্রশাসনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho