প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৪, ২০২৫, ৭:১০ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১০, ২০২৫, ৩:০৩ পি.এম
পরীক্ষা দেয়ার সুযোগ পাচ্ছে না সেই আনিসা

রাজধানীর সরকারি বাঙলা কলেজ কেন্দ্রের আলোচিত এইচএসসি পরীক্ষার্থী আনিসা আহমেদ শেষ পর্যন্ত বাংলা প্রথম পত্র পরীক্ষা দেয়ার সুযোগ পাচ্ছে না। ঢাকা শিক্ষা বোর্ডের একটি সূত্র সময় সংবাদকে এই তথ্য নিশ্চিত করেছে। ২৬ জুন পরীক্ষার প্রথম দিনে নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর কেন্দ্রে পৌঁছার কারণে ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের এই ছাত্রী সেদিন পরীক্ষা দিতে পারেনি।
সে সময় সামাজিক মাধ্যমে তার কান্নার ছবি ছড়িয়ে পড়ে। দাবি করা হয়, স্ট্রোক করা মাকে নিয়ে হাসপাতালে যাওয়ার কারণে যথাসময়ে কেন্দ্রে উপস্থিত হতে পারেনি আনিসা।
তখন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার জানিয়েছিলেন, এই শিক্ষার্থীর পরীক্ষা নেয়ার ব্যবস্থা করা হবে।
তবে শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা শিক্ষা বোর্ডের তদন্তের বরাতে ডিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, মায়ের স্ট্রোকের দাবি সঠিক নয়। তাই আনিসা আহমেদের বাংলা প্রথম পত্র পরীক্ষা দেয়ার বিষয়ে সরকারি পর্যায়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির গণমাধ্যমকে বলেন, এ বিষয়ে তাদের কোনো সিদ্ধান্ত নেই। তবে পরীক্ষা দিতে না পারা বিষয়ের একটি পত্রে যদি যে ৬৬ নম্বর পায়, তাহলে পাস করে যাবে।
গত ২৬ জুন পরীক্ষা দিতে না পারায় কেন্দ্রের সামনে আনিসাকে কাঁদতে দেখা যায়। সামাজিক মাধ্যমে বলা হয়, ‘মেয়েটির বাবা বেঁচে নেই। মা সকালে মেজর স্ট্রোক করেছেন। যেহেতু পরিবারে দায়িত্বশীল কেউ নেই, তাই মেয়েটিকেই সব সামলে মাকে হাসপাতালে নিয়ে যেতে হয়। পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে দেরি হওয়ায় তাকে প্রবেশ করতে দেয়া হয়নি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho