
রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি:
যোগ্যদের বাদ, বিতর্কিতদের পদ- বিক্ষোভে উত্তাল কেন্দুয়া সরকারি কলেজ ক্যাম্পাস। রবিবার (১০ আগস্ট) দুপুর ১২ টার দিকে নেত্রকোণার কেন্দুয়া সরকারি কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে কলেজ ছাত্রদলের একাংশের প্রায় শতাধিক নেতাকর্মী।
বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যেয় ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, চলতি মাসের গত ৭ আগস্ট কেন্দুয়া সরকারি ছাত্রদলের যে কমিটি প্রকাশ হয়েছে তাতে যোগ্যদের মূল্যায়ন না করে অযোগ্যদের কমিটিতে স্থান দেয়া হয়েছে। আমরা উক্ত কমিটিকে অবাঞ্ছিত ঘোষনা করলাম। যতদিন পর্যন্ত এই অযোগ্য কমিটি বাতিল না হবে ততদিন পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে এবং কলেজ ক্যাম্পাসে তারা ঢুকতে পারবে না।
এসময় কেন্দুয়া সরকারি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সহ-সভাপতি হৃদয় আলম, সহ-সভাপতি পারভেজ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রহমান রশীদ, ছাত্রনেতা মনির মিয়া, খাদেমূল ইসলাম, রাকিব হাসান জিয়া, মোবারক হোসেন তালুকদার, আব্দুল্লাহ নাইম, রিয়াদুল হক সানমুন, রাকিব হাসান, নাদিম হাসান চৌধুরী ও রানা মিয়া সহ শতাধিক ছাত্রদলের নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে একাত্মতা পোষণ করেন।
নেত্রকোণা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহমুদ চৌধুরী সাংবাদিকদের জানান, ছাত্রদলের কমিটি গঠনের আগে যাচাই-বাছাই করেই গঠন করা হয়, কেন্দুয়া সরকারি কলেজ ছাত্রদলের কমিটি গঠনের বেলায়ও তাই হয়েছে। তারপরও কমিটির কারও বিরুদ্ধে যদি কোন সুনির্দিষ্ট অভিযোগের তথ্য পাওয়া যায় তাহলে দলের গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, চলতি মাসের গত ৭ আগস্ট মো. রাজন খান জয়কে সভাপতি ও মোবারক হোসেনকে সাধারণ সম্পাদক মনোনীত করে নেত্রকোণা জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাক্ষরিত এক পরিপত্রের মাধ্যমে কেন্দুয়া সরকারি কলেজ ছাত্রদল কমিটির অনুমোদন হয়।
কমিটি প্রকাশের পর থেকেই ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা নবগঠিত কমিটিকে অবাঞ্ছিত ঘোষনা করে বিক্ষোভ মিছিল অব্যহত রেখেছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho