প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৫, ১১:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১০, ২০২৫, ৫:২৮ পি.এম
ডেথ ওভারে সেরা ৫ জনের তালিকায় মোস্তাফিজ-তাসকিন

গত বছর টি-টোয়েন্টি ক্রিকেটে দুর্দান্ত বোলিং করেছেন বাংলাদেশের ডানহাতি পেসার তাসকিন আহমেদ। বিশেষ করে টি-টোয়েন্টিতে ডেথ ওভারগুলোতে দারুণ কার্যকরী ছিলেন এই পেসার। শুধু তাসকিনই নন, তার সঙ্গে দারুণ বোলিং করেছেন মোস্তাফিজুর রহমানও। ২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেথ ওভারে সেরা বোলারদের তালিকায় পাঁচজনের মধ্যে আছেন বাংলাদেশের এই দুই পেসার।
ডেথ ওভারে কে সেরা, গত দেড় বছরের হিসেব কষলে এ তালিকায় সবার ওপরে আছেন বাংলাদেশের তাসকিন আহমেদ। ২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেথ ওভারে সবচেয়ে কম ইকোনমি রেটে বোলিং করেছেন এই পেসার। বাংলাদেশের আরেক পেসার মোস্তাফিজুর রহমান তালিকার ৪ নম্বরে।
২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইনিংস খেলেছেন তাসকিন আহমেদ। ডেথ ওভারে তিনি বল করেছেন ৬.১৮ ইকোনমি রেটে, উইকেট শিকার করেছেন ১৭টি। এ তালিকায় তাসকিনের পরের স্থানে নিউজিল্যান্ডের পেসার জ্যাকব ডাফি। ১০ ইনিংসে ডেথ ওভারে বল করেছেন ৬.৭৭ ইকোনমি রেটে, ঝুলিতে উইকেট পরেছেন ৯টি।
অস্ট্রেলিয়ার পেসার নাথান এলিস এই তালিকায় আছেন ৩ নম্বরে। গত দেড় বছরে ১০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইনিংসে ডেথ ওভারে বল করেছেন ৬.৮৫ ইকোনমি রেটে। উইকেট শিকার করেছেন ৯টি।
এর পরের স্থানেই আছেন বাংলাদেশের আরেক পেসার মোস্তাফিজুর রহমান। ২০ ইনিংসে ডেথ ওভারে বল করেছেন ৭.৩৭ ইকোনমি রেটে, উইকেট শিকার করেছেন ১৫টি।
তালিকায় পাঁচ নম্বরে আছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। দীর্ঘ বিরতি দিয়ে ফের ক্রিকেটে ফিরেই বল হাতে আলো ছড়িয়েছেন বাঁহাতি এই পেসার। ২০২৪ সালের জানুয়ারির পর থেকে ১০টি টি-টোয়েন্টি ইনিংস খেলেছেন আমির। ডেথ ওভারে বল করেছেন ৭.৪৬ ইকোনমি রেটে, উইকেট নিয়েছেন মাত্র ৩টি।
৬ নম্বরে আছেন শ্রীলঙ্কার স্পিনার মহেশ থিকশানা। ১৫ ইনিংসে ডেথ ওভারে বল করেছেন ৭.৮৪ ইকোনমি রেটে। আর উইকেট শিকার করেছেন ১০টি। এই তালিকায় প্রথম ৭ জনের মধ্যে একমাত্র স্পিনার তিনি।
ভারতের জাতীয় দলে অভিষেক হওয়ার পর থেকে বল হাতে দারুণ পারফরম্যান্স করে যাচ্ছেন আর্শদীপ সিং। গত দেড় বছরে ডেথ ওভারে বল করেছেন ১৮ ইনিংসে। তার ইকোনমি রেট থিকশানার সমান ৭.৮৪, উইকেট শিকার করেছেন ১৮টি।
চলতি বছরে একাধিক টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি ২-১ ব্যবধানে হারে টাইগাররা। এরপর পাকিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ হারে বাংলাদেশ। সবশেষ শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে দুটি সিরিজই ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho