প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১০, ২০২৫, ২:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১২, ২০২৫, ৮:৫৬ পি.এম
থানার ওসি ও ইউএনও’কে ২৪ঘন্টার আল্টিমেটাম সাংবাদিকদের

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি:
গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনসহ দেশব্যাপী সাংবাদিক হত্যা, নির্যাতনের বিচার ও ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল প্রেসক্লাব বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকিদাতা উপজেলা কৃষকদলের সিনিয়র সহ সভাপতি (বহিষ্কৃত) নেতা মাসুদ রানাকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সাংবাদিকরা। এসময় মাসুদ রানাকে গ্রেপ্তারের জন্য ওসি ও ইউএনও'কে চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দেন সাংবাদিকরা। অন্যথায় কঠোর আন্দোলনের ঘোষণা দেয়া হবে।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে জেলার রাণীশংকৈল উপজেলা পরিষদ প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করেন সাংবাদিকরা। এতে অংশ নেন জেলা ও উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।
মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, সারাদেশে প্রতিনিয়ত সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের ভিডিও ধারণ করায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গলাকেটে হত্যা করা হয়েছে। ক্যাসিনো সম্রাট ও কৃষকদল নেতা মাসুদ রানার অবৈধ কর্মকান্ডের সংবাদ সংগ্রহ করতে গেলে তিনি আমাদের মামলা ও প্রাণনাশের হুমকি দেয় এবং রাণীশংকৈল প্রেসক্লাব বোমা মেরে উড়িয়ে দেওয়ারও হুমকি দেয়। যা স্বাধীন সাংবাদিকতায় হস্তক্ষেপ ও স্বাধীন দেশের সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপের শামিল।
এ সময় নেতারা ৪৮ ঘন্টার মধ্যে মাসুদকে গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে জানান।
নেতারা আরও বলেন, ইতিপূর্বে বিভিন্ন সাংবাদিক হত্যার ও হুমকির ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। সাংবাদিক সুরক্ষা আইন ও নিরাপত্তা বিধান বাস্তবায়নে সরকারকে এগিয়ে আসতে হবে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। দেশে সাংবাদিক নির্যাতন ও হত্যার ঘটনা বন্ধ না হলে গণমাধ্যমকর্মীরা কঠোর আন্দোলনে যাবে।
মানববন্ধনে আরও বক্তব্য দেন, কালের কণ্ঠ প্রতিনিধি শফিকুল ইসলাম শিল্পি, কালবেলা প্রতিনিধি হুমায়ুন কবির, আমার দেশ প্রতিনিধি মোবারক আলী, মোহনা টিভি প্রতিনিধি ফারুক আহমেদ সরকার, আমাদের সময় প্রতিনিধি আনোয়ার হোসেন আকাশ, আজকের দর্পণ প্রতিনিধি নাজমুল হোসেন, উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান জামান মনি, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, উপজেলা জামায়াত সেক্রেটারি মাওলানা রজব আলী, পৌর বিএনপি সভাপতি শাহজাহান আলী, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতা তারেক মাহমুদ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho