প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১০, ২০২৫, ৬:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৪, ২০২৫, ২:৩৫ পি.এম
ব্যবসায়ীকে মাটিতে পুঁতে চাঁদা আদায়, বহিষ্কৃত সেই বিএনপি নেতা আটক

শহিদ জয়, যশোর
যশোরের অভয়নগরে ব্যবসায়ীকে মাটিতে পুঁতে রেখে চাঁদা আদায়ের ঘটনায় বহিষ্কৃত বিএনপি নেতা আসাদুজ্জামান জনি ও তার সহযোগী চলিশিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য তুহিনকে আটক করেছে যৌথবাহিনী। বুধবার ভোরে খুলনা থেকে তাদের আটক করা হয়। বর্তমানে জনির মালিকানাধীন ‘কণা ইকো পার্কে’ র্যাব, ডিবি ও সেনাবাহিনীর সমন্বিত দল অভিযান চালাচ্ছে।
আটক আসাদুজ্জামান জনি নওয়াপাড়া বাজার গরুহাটা এলাকার কামরুজ্জামান মজুমদারের ছেলে। অপর আটক তুহিন চলিশিয়া ইউনিয়নের কোটা গ্রামের মাহমুদ শেখের ছেলে। মামলার সূত্রে জানা যায়, গত ২ আগস্ট নওয়াপাড়ার ব্যবসায়ী শাহনেওয়াজ কবীর টিপুকে অস্ত্রের মুখে বালুর মধ্যে পুঁতে রেখে ৪ কোটি টাকা চাঁদা আদায়ের অভিযোগে ভুক্তভোগীর স্ত্রী আসমা খাতুন বাদী হয়ে অভয়নগর থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় জনির বাবাকেও আটক করা হয়েছে।
আসাদুজ্জামান জনি নওয়াপাড়া পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে আগেই বহিষ্কার করা হয়। সূত্র জানায়, জনির বিরুদ্ধে ঘাট-গোডাউন দখল, চাঁদাবাজি, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং আলোচিত কৃষকদল নেতা তরিকুল হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। অপর সূত্রে জানা গেছে, রাজনৈতিক প্রভাব ব্যবহার করে সংখ্যালঘুদের জমি নামমাত্র মূল্যে দখল করে তিনি ‘কণা ইকো পার্ক’ নির্মাণ করেন।
এ বিষয়ে ডিবি অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁইয়া জানান, “অভিযান এখনো অব্যাহত রয়েছে।”
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho