
রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণার কেন্দুয়ার প্রাচীন বিদ্যাপীঠ আশুজিয়া জয়নাথ করোনেশন ইনস্টিটিউশন প্রতিষ্ঠার শিক্ষা ও নৈতিক শিক্ষার সাফল্যের ১০৯ বছর চলছে।
এই স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানটি ১৯১৬ খ্রিস্টাব্দে নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নের আশুলিয়া গ্রামে প্রতিষ্ঠিত হয়। পূর্বে বিদ্যালয়টির নাম জেএনসি হলেও বর্তমানে জয়নাথ করোনেশন ইনস্টিটিউশন নামে নামকরণ করা হয়েছে।
বর্তমানে শিক্ষক কর্মরত আছেন ২২ জন, কর্মচারী ৮ জন এবং শিক্ষার্থী রয়েছে ১ হাজার ৭৯ জন, আজ (১৪ আগস্ট) শিক্ষার্থী উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এছাড়াও ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ১৪৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১৪ টি (এ প্লাস) সহ ৯৮ জন কৃতকার্য হয় যা শতকরা পাসের হার ৬৭ ভাগ।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সরেজমিনে গিয়ে স্থানীয় অভিভাবকদের সাথে কথা হলে তাঁরা বলেন, আমাদের এলাকার এই প্রাচীন বিদ্যালয়টি অত্যন্ত সুনামের সাথে শিক্ষা-কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিবছর বিভিন্ন পাবলিক পরীক্ষা ও খেলাধূলায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করে বিদ্যালয়ের সুনাম অর্জন অব্যাহত রেখেছে। এখানের শিক্ষকদের মধ্যে রয়েছে সৌহার্দপূর্ণ মিলন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, আমাদের বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় ব্যক্তিদের সমন্বয়ে বিদ্যালয়ের একাডেমিক ও নৈতিক শিক্ষার মান ধরে রাখার চেষ্টা করা হয়, আমরা সকলেই খুব আন্তরিক শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতি বিস্তারে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক, রেফ্রিজারেশন ও অফিস সহকারীর পদ শূন্য রয়েছে। এছাড়াও বিদ্যালয়ের বাউন্ডারি উঁচুকরণ, মাঠে মাটি ভরাট ও দেয়ালে রংকরণের দ্রুত প্রয়োজন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho