প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২, ২০২৫, ১০:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৫, ২০২৫, ৯:৪৬ পি.এম
রাঙ্গুনিয়ায় আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

এম. মতিন, চট্টগ্রাম ব্যুরো
বিপুল দর্শক সমাগম ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় শহীদ ওয়াসিম আকরাম ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার উত্তর রাঙ্গুনিয়া রাজারহাট রাজাভূবন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় সভাপতিত্ব করেন লালানগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এম এইচ সুমন।
উদ্বোধনী খেলায় প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব আবু আহমেদ হাসনাত।
খেলার উদ্বোধক ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবছার হোসেন তালুকদার।
প্রধান অতিথির বক্তব্যে আবু আহমেদ হাসনাত বলেন, 'আজ স্বৈরাচার বিদায়ের এক বছর। গত বছরের আগস্টে আমরা হারিয়েছি জাতীয়তাবাদী ছাত্রদল নেতা ওয়াসিমকে, যিনি সমগ্র বাংলাদেশের প্রথম শহীদ। তাদের রক্তের ধারাবাহিকতায় আমরা আজ এই অনুষ্ঠানে একত্রিত হয়েছি। জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগের বিনিময়েই আমরা এই মঞ্চে দাঁড়িয়ে কথা বলছি।'
'আমি সবসময় খেলাধুলাকে গুরুত্ব দিই এবং অন্যদেরও অনুপ্রাণিত করি। কারণ 'মাদককে না' বলার জন্য খেলাধুলা সবচেয়ে কার্যকর মাধ্যম। তরুণ সমাজকে খেলাধুলার মাধ্যমে এগিয়ে যেতে হবে।'
তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, 'জুলাই বিপ্লবের স্মরণে এবং তাদের উৎসর্গ করে এই খেলার আয়োজন অত্যন্ত প্রশংসনীয়।' এসময় তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে তাঁর সুস্বাস্থ্য কামনা করেন।
সাইফুল ইসলাম টিপুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন লালানগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উত্তর জেলা যুগ্ম আহ্বায়ক মো. ইউনুচ তালুকদার, মো. বখতিয়ার, মো. সোহেল, বাদশা আলম, ইঞ্জি. জবাবের সিকদার, আবদুল সফুর, মো. ওসমান গণি, সাইফুল ইসলাম, তাজউদ্দীন আহমেদ প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন খেলা পরিচালনা কমিটির সদস্য দিদারুল আলম, আজিজ, আলম,এনাম, শাহেদ, মিজান, সেলিম, সাইমন, আরফাত, আরিফ, ইমন, ঈশান, ইকবাল, সজীব, রিফাত, সাহেদ প্রমুখ।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় পোমরা ছাউনি পাড়া একাদশ ও রাজাভূবন ইছামতী ক্লাব।
প্রচুর দর্শকের উপস্থিতিতে উদ্বোধনী খেলাটি নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হয়। ফলে জয়-পরাজয় নিষ্পত্তিতে খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ১-২ গোলে রাজাভূবন ইছামতী ক্লাব জয়ী হয়।
খেলায় রেফারি ছিলেন অমিতোশ বড়ুয়া ও রুমেল দেওয়ান। সহযোগী ছিলেন মো. সজীব ও মো. শাহেদ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho