প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২, ২০২৫, ১০:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৬, ২০২৫, ৯:২১ এ.এম
মৌলভীবাজারে প্রতারণার মামলার আসামি লিটনের বিদেশে পালানোর চেষ্টা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার সদর উপজেলার গুমড়া গ্রামের মৃত বারিক মিয়ার ছেলে লিটন মিয়া (৪৯) প্রতারণা মামলায় মহামান্য আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হয়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১৫ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হয়েছেন। বর্তমানে তিনি পলাতক অবস্থায় রয়েছেন এবং বিদেশে পালানোর চেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে।
মামলার বাদী শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের রিপন রায় জানান, ২৩মে,২০২২ সালের মৌলভীবাজার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে লিটন মিয়ার বিরুদ্ধে একটি প্রতারণার মামলা দায়ের করেন যার নং সিআর ৫৬৬/২২। পরবর্তীতে জেলা দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মো. আনোয়ারুল হক, যুগ্ম দায়রা জজ, ২১ মে ২০২৫ইং রায় ঘোষণার মাধ্যমে লিটন মিয়াকে দোষী সাব্যস্ত করেন।
রিপন রায়ের দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ যদি তাকে আইনের আওতায় না আনা হয়, তবে সে অনুমান করছেন লন্ডন প্রবাসী লিটনের প্রথম স্ত্রীর সহায়তায় তিনি বিদেশে পালিয়ে যেতে পারেন। তিনি আরও বলেন, ন্যায়বিচারের স্বার্থে যেন এই অভিযুক্ত আসামিকে পুলিশ ভেরিফিকেশন (ছাড়পত্র) প্রদান না করা হয়; তা না হলে তিনি ন্যায়বিচার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা ও সজাগ দৃষ্টির আবেদন জানান।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho