
মিন্টু কান্তি নাথঃ
শহর থেকে গ্রাম সর্বত্র প্রচার করবো শ্রীকৃষ্ণের জ্ঞান,এই প্রতিপাদ্দকে সামনে রেখে চট্টগ্রাম সনাতনী বন্ধু জোন,অনলাইন ভিত্তিক প্লাটফর্ম।
গতো ১৫ আগষ্ট রোজ শুক্রবার সকাল ১১ ঘটিকার সময় চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার কাটিরহাট পশ্চিম ধলই শ্রী শ্রী সার্বজনীন বিষ্ণু ও দূর্গা মন্দির ও গীতা শিক্ষা নিকেতন এ “অনলাইন ভিত্তিক প্লাটফর্ম ‘চট্টগ্রাম সনাতনী বন্ধু জোন’ এর উদ্যোগে ছাত্র-ছাত্রীদের মাঝে শ্রীমদ্ভগবদগীতা ও স্টেন বিতরণ করা হয়।
এই সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সনাতনী বন্ধু জোন গ্রুপের উপদেষ্টা শ্রীমান অধীর শীল ও অ্যাডমিন শ্রীমান দিগন্ত শীল(কুমিল্লা) অ্যাডমিন শ্রীমান মুন্না নাথ (মিরসরাই) সহ আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম সনাতনী বন্ধু জোন গ্রুপের মডারেটর শ্রীমান জয় দাশ (রাউজান), মডারেটর শ্রীমান সজল দাস(আনোয়ারা), মডারেটর শ্রীমান হৃদয় বণিক(হাটহাজারী), মডারেটর শ্রীমতি পূর্ণিমা হালদার (চাঁদগাঁও) সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জীবন দাশ( লোহাগাড়া), অনিক নাথ (ফটিকছড়ি) রঞ্জন নাথ,
দিগন্ত শীল (খাগড়াছড়ি) প্রিতম দাশ ও বিপ্লব ধর। শ্রী শ্রী সার্বজনীন বিষ্ণু ও দূর্গা মন্দির ও গীতা শিক্ষা নিকেতন এর গীতা শিক্ষক বিশু দত্ত সহ এলাকার সনাতনী ব্যক্তিরা।
এইসময় প্রধান অতিথি শ্রীমান অধীর শীল বলেন আজ কালকার ছেলেমেয়েরা সপ্তাহিক একদিন ছুটিতে দেখবেন বিভিন্ন পর্যটক কেন্দ্রে, সিনেমা হল ও পার্কে গিয়ে সময় কাটায় কিন্তু “চট্টগ্রাম সনাতনী বন্ধু জোন” গ্রুপের সকল ইয়ং জেনারেশনের ছেলেমেয়েরা প্রতি সপ্তাহে ছুটে বেড়ায় চট্টগ্রামের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গীতা স্কূল উদ্ধোধন অথবা গীতা শিক্ষা কেন্দ্রে গীতা পৌঁছে দেওয়ার জন্য। সনাতনী ছোট ছোট বাচ্চাদের ধর্মীয় শিক্ষায় বড় করতে তাদের ধন্যবাদ ও জানান।
তিনি সনাতনী সমাজের উদ্দেশ্য বলেন ছোট থেকে আমরা সন্তানের ধর্মীয় শিক্ষায় বড় করে তুলি না তাদের হাতে গীতার পরিবর্তে স্কূলের বড় বড় নোট বুক ধরিয়ে দি যার কারণে ধর্মীয় শিক্ষার অভাবে আমরা আজ অস্তিত্ব সংকটাপন্ন। তিনি সনাতনী সমাজের পিতা মাতার প্রতি নিবেদন করেন যে নিজের সন্তানদের সপ্তাহে একটি দিন গীতা স্কূলে পাঠানোর জন্য।
মিন্টু কান্তি নাথঃ 





































