প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৫, ২:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৬, ২০২৫, ১০:২১ পি.এম
মাদকাসক্ত ছেলের হাতে বাবা-মা নির্যাতিত, যুবক আটক

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় মাদক সেবনের টাকার জন্য পিতা-মাতাকে মারধর ও অসদাচরণ করার অভিযোগে শাহজাহান (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১৬ই আগস্ট) বিকেলে উপজেলার ৪নং জয়চন্ডী ইউনিয়নের পশ্চিম পাচপীর জালাই এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত শাহজাহান পশ্চিম পাচপীর জালাই এলাকার সেলিম মিয়ার ছেলে। সে বিবাহিত বলে জানা গেছে।
পুলিশ সূত্রের বরাতে জানা যায়, শাহজাহান বিভিন্ন ধরনের মাদক সেবন করে। মাদকের টাকার জন্য সে প্রায়শই তার পিতা-মাতার সাথে খারাপ ব্যবহার করে এবং তাদের নির্যাতন করে। এ বিষয়ে লিখিত অভিযোগ দায়েরের পর কুলাউড়া থানার ওসি মোঃ ওমর ফারুকের নির্দেশে এসআই আল-আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে।
কুলাউড়া থানার ওসি মোঃ ওমর ফারুক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, "শাহজাহান অত্যান্ত খারাপ ছেলে এবং নেশায়আসক্ত। নেশার টাকার জন্য সে প্রায়শই তার পিতা-মাতার সাথে খারাপ আচরণ করে। বর্তমানে সে কুলাউড়া থানা হাজতে রয়েছে।"
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho