প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৮, ২০২৫, ৮:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৭, ২০২৫, ২:০৮ পি.এম
জুলাই সনদের চূড়ান্ত খসড়া নিয়ে এনসিপি হতাশ

রাজনৈতিক দলগুলো জুলাই সনদের চূড়ান্ত খসড়া হাতে পেয়েছে। তবে খসড়ায় জুলাই সনদ বাস্তাবায়নের প্রক্রিয়া না থাকায় হতাশা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জুলাই সনদের চূড়ান্ত খসড়া নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে রোববার (১৭ আগস্ট) সময় সংবাদকে এই হতাশার কথা জানান দলটির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন।
তিনি বলেন, ‘জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় বাস্তাবায়নের প্রক্রিয়া বলা হয়নি৷ আমরা এটা নিয়ে হতাশ৷ নোট অব ডিসেন্টে যে বিষয়গুলো রয়েছে তা বাস্তবায়ন কীভাবে হবে তাও বলা হয়নি। মৌলিক সংস্কারের অংশ উচ্চকক্ষে পিআর, এ বিষয়ে কিছু বলা হয়নি৷’
জুলাই সনদের সাংবিধানিক ও আইনি বৈধতা নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না, এমন প্রস্তাবনাকে স্বাগত জানিয়ে জাবেদ রাসিন বলেন, ‘কোনো অপশক্তি যেন জুলাই সনদ নিয়ে প্রশ্ন তুলতে না পারে, তাই এই বিধানের প্রয়োজনীয়তা রয়েছে।’
তবে জুলাই সনদের ব্যাখ্যা আপিল বিভাগের কাছে ন্যাস্ত রাখার দাবি জানিয়েছেন এনসিপির এই নেতা।
তিনি বলেন, ‘নির্বাচনে উচ্চকক্ষে পিআর পদ্ধতি দাবি করেছে এনসিপি। তবে নিম্নকক্ষে পিআর থাকলে কোয়ালিশন সরকার হওয়ার সম্ভাবনা থেকে যায়, যা সরকারকে দুর্বল করবে৷’
নির্বাচনের আগেই উচ্চকক্ষে পিআর পদ্ধতির বিষয়টি সুরাহা হওয়া দরকার বলেও মন্তব্য করেন জাবেদ রাসিন।
গত শনিবার (১৬ আগস্ট) রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের চূড়ান্ত খসড়া পাঠায় জাতীয় ঐকমত্য কমিশন। এতে সনদের পটভূমি, রাজনৈতিক ঐকমত্য হওয়া ৮৪টি বিষয় এবং বাস্তবায়নের আটটি অঙ্গীকারনামা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho