প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৪, ২০২৫, ৮:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৭, ২০২৫, ৪:৩৪ পি.এম
রাঙ্গুনিয়ার ৬ কলেজে ছাত্রদলের কমিটি ঘোষণা

এম. মতিন, চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম উত্তর জেলার আওতাধীন রাঙ্গুনিয়ার ৬টি কলেজে জাতীয়তাবাদী ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি ও সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেলের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব কমিটি ঘোষণা হয়।
একই বিজ্ঞপ্তিতে ঘোষিত প্রতিটি আংশিক কমিটিকে আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা ছাত্রদলের দপ্তরে জমা দেওয়ার নির্দেশও দেয়া হয়।
ঘোষিত রাঙ্গুনিয়ার যেই ৬ কলেজের আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়েছে তা হল- রাঙ্গুনিয়া সরকারী কলেজ
রাঙ্গুনিয়া সরকারী কলেজ ছাত্রদলের নতুন কমিটিতে সভাপতি মো. কাইয়ুম, সিনিয়র সহ সভাপতি মোর্শেদুল আলম আশিক, সাধারণ সম্পাদক মো. এরফান উদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক বোরহান উদ্দিন সোহান, সাংগঠনিক সম্পাদক মো. সাখাওয়াত হোসাইনসহ ২৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজ
উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের আংশিক কমিটিতে সভাপতি সাকিবুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি ইয়াছিন আরাফাত, সহ সভাপতি ইফতিখার করিম নয়ন, সাধারণ সম্পাদক মো. এনামুল হক, সিনিয়র যুগ্ম সম্পাদক সামিউল ইসলাম আলফা, যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফাহাদ বিন মাসুমসহ ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি।
দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া ডিগ্রি কলেজ
দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের আংশিক কমিটিতে আমিনুল ইসলাম সাব্বিরকে সভাপতি ও সাজিদুল ইসলাম সাজিদকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
রাজানগর রানীরহাট ডিগ্রী কলেজ
উত্তর রাঙ্গুনিয়ার রাজানগর রানীরহাট ডিগ্রী কলেজ ছাত্রদলের কমিটির সভাপতি সালেউল মান্নান রাজু ও মো. সাকিব জাবেদকে সাধারণ সম্পাদক করে ৮ সদস্য বিশিষ্ট রানীরহাট ডিগ্রী কলেজ ছাত্রদলের আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়।
এম শাহ আলম চৌধুরী ডিগ্রী কলেজ
দক্ষিণ রাঙ্গুনিয়ার এম শাহ আলম চৌধুরী ডিগ্রী কলেজ ছাত্রদলের ৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেন উত্তর জেলা ছাত্রদল। কমিটির সভাপতি কোরবান আলী ও সাধারণ সম্পাদক মো. ওসমান ওয়াহেদ চৌধুরী সামেত।
সৈয়দা সেলিমা কাদের চৌধুরী ডিগ্রী কলেজ
রাঙ্গুনিয়া উপজেলার সৈয়দা সেলিমা কাদের চৌধুরী ডিগ্রী কলেজ ছাত্রদলের কমিটির সভাপতি মো. ফরহাদ হোসেন ও সাধারণ সম্পাদক মো. তানভীর মাহতাব আয়ান সহ ৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho