প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৬, ৪:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৭, ২০২৫, ৫:৪৪ পি.এম
এক ইলিশের দাম ৫ হাজার টাকা

জেলের জালে এক কেজি ৭০০ গ্রাম ওজনের একটি ইলিশ ধরা পড়েছে। ওই ইলিশটি পাঁচ হাজার ১৭০ টাকায় বিক্রি হয়েছে বলে জানা গেছে। রবিবার (১৭ আগস্ট) সকালে পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরের গঙ্গামতি এলাকায় নাসির মাঝি নামে ও জেলের জালে মাছটি ধরা পড়ে।
জানা যায়, সাগরে জাল তোলার সময় ওই বড় ইলিশটি উঠে আসে। পরে ইলিশটি কুয়াকাটা মেয়র বাজারে আনা হলে রাসেল ফিস আড়তে স্থানীয় ব্যবসায়ী ছগির হোসেন নিলামে ৫ হাজার ১৭০ টাকায় মাছটি কিনে নেন।
জেলে নাসির মাঝি বলেন, ‘আজ ট্রলারে শুধু একটি মাছই পেয়েছি। এখন সাগরে বড় ইলিশের সংখ্যা খুব কম। তবে এ মাছটির ওজন বেশি হওয়ায় ভালো দাম পেয়েছি। আল্লাহ যা দিয়েছেন তাতেই আমি খুশি।
ব্যবসায়ী ছগির হোসেন বলেন, ‘এখন এ ধরনের বড় ইলিশ খুব কম ধরা পড়ে। তাই লাভের আশায় মাছটি কিনেছি। আশা করি ভালো মুনাফায় বিক্রি করতে পারব।’
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বড় সাইজের ইলিশ জেলেদের জন্য সুখবর। গভীর সমুদ্রের পাশাপাশি উপকূলীয় জেলেরাও বড় ইলিশ পাচ্ছেন। ইলিশের পরিমাণ দিন দিন বাড়ছে। আশা করছি সামনের দিনে ইলিশ আরও বৃদ্ধি পাবে এবং দামও কমে আসবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho