সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিমপাড়ে জেলা পুলিশের চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন পরিবহন মালিক ও শ্রমিকরা। সোমবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে তিনটা থেকে প্রায় দেড় ঘণ্টা সলঙ্গার নলকা এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অবরোধ চলাকালে আন্দোলনকারীরা ব্যানার হাতে মহাসড়কে অবস্থান নিয়ে অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। এ সময় কয়েকজন শ্রমিক ও মালিক নেতা বক্তব্য রাখেন।
বক্তারা অভিযোগ করেন, হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ নানা অজুহাতে গাড়ি থামিয়ে চালকদের হয়রানি করছে এবং চাঁদা আদায় করছে। এতে চালকেরা অতিষ্ঠ হয়ে পড়েছেন। দ্রুত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রী ও পণ্যবাহী গাড়ির চালকেরা ভোগান্তিতে পড়েন।
পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে বিকেল পাঁচটার দিকে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। এর পর ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho