প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৪:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৯, ২০২৫, ৭:২৭ এ.এম
সাত শতাধিক বন্যার্তদের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ করেন আসাদুল হাবিব দুলু

মোস্তাফিজুর রহমান, প্রতিনিধি লালমনিরহাটঃ
তিস্তার বন্যা কবলিতদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন লালমনিরহাট জেলা বিএনপি। জেলা সদরের তিস্তাপাড়ের খুনিয়াগাছ ও রাজপুর ইউনিয়নের ৭ শতাধিক বন্যার্ত মানুষের মাঝে চাল ,ডাল,তেল,লবণ সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ত্রাণ হিসেবে বিতরণ করা হয়েছে।
"জাগো বাহে তিস্তা বাঁচাই" আন্দোলনের সমন্বয়ক,জেলা বিএনপির সভাপতি ও নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এ ত্রাণ বিতরণ করেন। এ সময় তিনি বলেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে এ এলাকার মানুষের আর ত্রাণের প্রয়োজন হবে না। তিস্তা নদী বেষ্টিত মানষজন স্বাবলম্বী হয়ে উঠবে। আমরা তিস্তা মহাপরিকল্পনা যেন দ্রুত বাস্তবায়ন হয় তা নিয়ে কাজ করছি। জানুয়ারি মাসে তিস্তা মহাপরিকল্পনার প্রাথমিক কাজ শুরু হবে। আমরা সরকারে আসলে এ কাজ ত্বরান্বিত করব। এ ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক,ফারুক আহমেদ প্রামাণিক, খুনিয়াগাছ ইউনিয়ন বিএনপি'র সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক সহ বিএনপি'র স্থানীয় নেতৃবৃন্দ। বন্যার্তদের মাঝে বিএনপির এ ত্রাণ কার্যক্রম চলমান থাকবে বলে জানায় জেলা বিএনপি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho