
টলিউডের মিষ্টি মেয়ে খ্যাত নায়িকা অনুষা বিশ্বনাথন গত বছর অভিনেতা ও পরিচালক আদিত্য সেনগুপ্তের সঙ্গে সম্পর্কের গুঞ্জনে আলোচনায় উঠে এসেছিলেন। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বেশ সরব। তাঁর বোল্ড লুক মাঝে মধ্যেই ভাইরাল হয়। এবারও তাঁর ব্যতিক্রম হলো না। কালো মনোকিনিতে ঝড় সোশ্যাল মিডিয়ায় তুলেছেন অভিনেত্রী।
সম্প্রতি অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম কালো রঙের মনোকিনি পরে পুলের ধারে পোজ দেওয়া একগুচ্ছ ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। কখনও সানগ্লাস পরে আবার কখনও খোলা চুল নিয়ে খেলছেন। শুধু তাই নয়, পুলের জলে খেলা করতেও দেখা গেছে অভিনেত্রীকে। ছবিগুলো পোস্ট করতেই সোশ্যাল মিডিয়ায় তা মুহূর্তে ভাইরাল।
পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘তোমরা কী এটার জন্য প্রস্তুত?’ লেখার সঙ্গে একটি কালো হার্ট, ডলফিন, লাল হার্ট, সূর্যের ইমোজি ব্যবহার করেছেন। অভিনেত্রীর ছবিগুলো তুলেছেন অনুষার চর্চিত প্রেমিক আদিত্য সেনগুপ্ত। পোস্টের শেষে লিখেছেন, হ্যাশট্যাগ গ্রীষ্মের ভালোবাসা।
টলিপাড়ার সকলের জানা অনুষা ও আদিত্যর সম্পর্কের কথা। দুইজনে জমিয়ে প্রেম করছেন। খুব শিগগিরই নাকি বিয়ে করছেন তাঁরা। যদিও এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি অনুষা ও আদিত্য।
‘ওয়াটারবটল’, ‘ডু নট ডিস্টার্ব’ এবং ‘দ্য নাইটওয়াচম্যান’ ছবিতে অভিনয়ের সুবাদে দর্শকমহলে ব্যাপক পরিচিত পান। এছাড়া ‘ধনঞ্জয়’, ‘জেনারেশন আমি’, ‘বরুণবাবুর বন্ধু’-এর মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন। বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে অর্নাস করছেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho