
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের একমাত্র সমাধান হলো একটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন। তবে তিনি প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে নির্বাচন নয়, সরাসরি ভোটের মাধ্যমেই নির্বাচনের পক্ষে মত দিয়েছেন।
মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় থাইল্যান্ডে সাতদিনের চিকিৎসা শেষে দেশে ফেরেন বিএনপি মহাসচিব। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “দেশের মানুষ সরাসরি ভোটে অভ্যস্ত, পিআর পদ্ধতিতে নয়। তাই আমরা চাই, জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে দ্রুত একটি নির্বাচন হোক। এই নির্বাচনই সংকট নিরসনের একমাত্র উপায়।”
একই সঙ্গে ফখরুল বলেন, “যারা সংস্কার ছাড়া নির্বাচন চান না, সেটা তাদের দলীয় অবস্থান। কিন্তু আমরা মনে করি, একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধার এবং অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা সম্ভব।”
ডাকসু নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “বিএনপি চায়, অবাধ ও সবার অংশগ্রহণমূলক ডাকসু নির্বাচন হোক। যাতে সব শিক্ষার্থী তাদের প্রতিনিধিত্ব করতে পারে।”
উল্লেখ্য, শারীরিক অসুস্থতার কারণে সম্প্রতি সস্ত্রীক থাইল্যান্ডে চিকিৎসা নিতে যান মির্জা ফখরুল। চিকিৎসা শেষে তিনি দেশে ফিরে আবারও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হচ্ছেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho