
বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা তার বয়স নিয়ে নিয়মিত সমালোচনার শিকার হন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এই বিষয়ে মুখ খুলেছেন। ৫১ বছর বয়সী মালাইকা জানান, অনেকেই তাকে ‘বুড়ি’ বলে কটাক্ষ করেন। এমন মন্তব্য শুনলে তার খারাপ লাগে, তবে তিনি এসবকে পাত্তা দেন না।
অভিনেত্রী এক সাক্ষাৎকারে বলেছেন, ‘অনেকেই আমাকে ‘বুড়ি’ বলে। কাউকে এই সব কথা কীভাবে বলা যায়? মাঝেমধ্যে এই সব শুনলে খারাপ লাগে ঠিকই। বিন্দুমাত্র সংবেদনশীলতা নেই এদের মধ্যে। এরা শুধু আমার সাহসী ও শক্তিশালী ব্যক্তিত্বটাই দেখতে পায়।
মালাইকা জানান, অনেকেই তার সাহসী ও শক্তিশালী ব্যক্তিত্বের পেছনের সংবেদনশীল মানুষটিকে দেখতে পায় না। যখন তাকে বয়স নিয়ে নেতিবাচক মন্তব্য করা হয়, তখন তার কষ্ট হয়।
তবে এই ধরনের কটাক্ষের জবাবে মালাইকা ইতিবাচক মনোভাব দেখানোর চেষ্টা করেন। তিনি সমালোচনাকারীদের উদ্দেশে বলেন, ‘আপনারা এগিয়ে যান এবং যা খুশি বলতে থাকুন। আমার তাতে কোনও অসুবিধা নেই।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho