ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান ও তার স্ত্রী, মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। বিচ্ছেদের জোয়ারে ভেসে যাওয়া এই সময়েও টিকে থাকা তারকা দম্পতিদের তালিকায় নাম আসে এই দম্পতির। ভালোবেসে বিয়ে, দীর্ঘ সময়ের সুখী দাম্পত্য—সব মিলিয়ে এক প্রশংসিত সম্পর্কের উদাহরণ হিসেবেই পরিচিত তারা। তবে সম্প্রতি এই জুটিকে ঘিরে শোনা যাচ্ছে কিছু গুঞ্জন। সোশ্যাল মিডিয়া ও চাউর হওয়া কিছু খবরে দাবি করা হয়, জাহিদ হাসান ও মৌয়ের সংসারে নাকি টানাপোড়েন চলছে। দাম্পত্য কলহের ইঙ্গিতও পাওয়া যাচ্ছে এমন খবর ছড়িয়ে পড়ে।
অবশেষে এসব গুঞ্জনের সরাসরি জবাব দিলেন জাহিদ হাসান। একটি পডকাস্টে অংশ নিয়ে জানালেন, তাদের দাম্পত্য জীবন ভালোই চলছে। কোনো ধরনের কলহ বা টানাপোড়েন নেই।
অভিনেতা বলেন, আমরা ভালো আছি। কিছু মানুষ সবসময় কিছু একটা খুঁজে বেড়ায় বলেই এসব রটনা ছড়ায়। ওদের নিয়ে ভাবি না।
স্ত্রীর প্রতি ভালোবাসা আর কৃতজ্ঞতা প্রকাশ করে আবেগঘনভাবে জাহিদ হাসান আরও বলেন, “আমি আসলেই মায়ের মতো একটা বউ পেয়েছি। যেভাবে মা খেয়াল রাখতেন, সেভাবেই মৌ রাখে। কখনো আদর করে, কখনো বিরক্ত হয়—তবু সবসময় পাশে থাকে। আমাদের মধ্যে কখনো ইগোর সংঘাত হয়নি। কারণ, মৌ সত্যিই খুব ভালো মনের মানুষ।”
এমনকি নিজের অতীত সম্পর্কের কথাও গোপন রাখেননি তিনি। জানিয়েছেন, তার সাবেক প্রেমিকার কথাও জানেন মৌ। এ নিয়ে কখনো কোনো জটিলতা তৈরি হয়নি, বরং মাঝেমধ্যে হালকা মজা চলে তাদের মধ্যে। এক মজার স্মৃতি টেনে জাহিদ হাসান বলেন, একদিন দেখি মৌ হাতে কয়েকটা পুরোনো প্রেমপত্র নিয়ে বলছে, ‘এগুলো ফেলে রাখো কেন? যত্ন করে রাখো।’ তখন আমি শুধু হেসেছি।
সম্প্রতি ‘উৎসব’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরেছেন নব্বইয়ের দশকের জনপ্রিয় এই অভিনেতা। তানিম নূর পরিচালিত ছবিতে ‘জাহাঙ্গীর’ চরিত্রে তার অভিনয় প্রশংসিত হয়েছে। সিনেমা হলে সাফল্যের পর ওটিটিতেও দারুণ সাড়া ফেলেছে উৎসব।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho