প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৬, ৫:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২০, ২০২৫, ৮:৩৬ পি.এম
রাজবাড়ী সদর হাসপাতালে দুদকের অভিযান অনিয়মের সত্যতা মিলেছে

মেহেদী হাসান, রাজবাড়ী
নানা অনিয়মের অভিযোগে রাজবাড়ী সদর হাসপাতালে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে কিছু অনিয়মের সত্যতা পাওয়া গেছে।
বুধবার (২০ আগস্ট) দুপুর থেকে বিকেল ৪টা পর্যন্ত দুদক সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের সহকারী পরিচালক মো. মুস্তাফিজের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
হাসপাতালের হিসাব শাখা, স্টোক, ওয়ার্ড ও রান্নাঘরসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে দুদকের টিম।
দুদক টিম জানায়, রাজবাড়ী সদর হাসপাতালে রোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়। প্রথমে ছদ্মবেশে হাসপাতালের ওয়ার্ডসহ বিভিন্ন স্থান পর্যবেক্ষণ করা হয়। এসময় দেখা যায়, রোগীদের ডায়েট চার্ট অনুযায়ী খাবার দেওয়া হয় না। সপ্তাহের পাঁচদিন পাঙাশ মাছ ও মুরগি দেওয়া হয়। অথচ খাবারের মেন্যুতে রয়েছে সপ্তাহে একদিন খাসির মাংসসহ কাতলা, রুই ও পাঙাশ। হাসপাতাল প্রাঙ্গণ অপরিচ্ছন্ন দেখা গেছে। কিছু ওষুধও কম পেয়েছে দুদক টিম।
ফরিদপুরের সহকারী পরিচালক মো. মুস্তাফিজ বলেন, আমরা প্রমাণাদি সংগ্রহ করেছি। এখন এগুলো পর্যালোচনা করে কমিশন বরাবর রিপোর্ট আকারে পাঠানো হবে।
এসময় দুদক সমন্বিত জেলা কার্যালয়ের ফরিদপুরের উপসহকারী পরিচালক কামরুল হাসান, সহকারী পরিদর্শক মো. শামীম উপস্থিত ছিলেন।
অভিযানের শুরুর দিকে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান উপস্থিত ছিলেন। পরে জরুরি একটি অস্ত্রোপচারের কথা বলে সরে পড়েন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho