
কুমিল্লায় বিসিক শিল্পনগরীর জান্নাত ফুডস কারখানায় চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনিতে মোহাম্মদ সায়েম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। নিহত সায়েম রংপুরের মোহাম্মদ আমিন উল্লাহর ছেলে।
প্রায় ১৫-১৬ বছর আগে পরিবারসহ বিসিক এলাকায় ভাড়া বাসায় উঠে তিনি সেখানে বসবাস শুরু করেন। এ সময় থেকে তিনি চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েন। তার বিরুদ্ধে একাধিক মামলা ও ওয়ারেন্ট রয়েছে।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহি নুর ইসলাম।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, সায়েম ও তার সহযোগীরা বিসিক শিল্পনগরী এবং আশোক তলা এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদাবাজি ও ছিনতাই করতেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় জান্নাত ফুডসে গিয়ে চাঁদা চাইলে শ্রমিকরা তাকে আটক করে গণপিটুনি দেন। গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সায়েমকে মৃত ঘোষণা করেন।
এদিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সায়েমের সহযোগীরা কারখানায় হামলার চেষ্টা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওসি মহিনুর ইসলাম জানান, নিহত সায়েমের বিরুদ্ধে চুরি, ছিনতাই ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho