প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৫, ২:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২২, ২০২৫, ৯:২৬ পি.এম
মতলবের মেঘনা-ধনাগোদা নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মানববন্ধন

মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা ও ধনাগোদা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে স্থানীয়দের জীবনযাত্রায় নেমে এসেছে চরম দুর্ভোগ। নদীভাঙন বৃদ্ধি, ফসলি জমি হারানোর শঙ্কা এবং বসতবাড়ি নদীগর্ভে চলে যাওয়ার আতঙ্কে অসহায় হয়ে পড়েছেন এলাকাবাসী।
এসব অন্যায় কার্যক্রমের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শুক্রবার (২২ আগস্ট) সকাল ১০টায় উপজেলার ষাটনল ইউনিয়নের কনু মার্কেটে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ষাটনল ইউনিয়ন কৃষক দল।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবায়েদুর রহমান টিপু, ষাটনল ইউপির সাবেক চেয়ারম্যান দেওয়ান গুলজার আলম,মতলব দক্ষিণ উপজেলা কৃষকদলের সভাপতি হানিফ পাটোয়ারী,ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইসমাইল হোসেন,ছাত্র অধিকার পরিষদ চাঁদপুর জেলা কমিটির সভাপতি জিএম মানিক, এখলাছপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সারা ফাউন্ডেশনের পরিচালক আমিনুল ইসলাম রাসেল, সাদাকালো সংগঠনের নেতা এস কে সানি । ইউনিয়ন কৃষক দলের সভাপতি রফিকুল ইসলাম সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ূন কবিরের পরিচালনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
ব্যারিস্টার ওবায়েদুর রহমান টিপু বলেন, দীর্ঘদিন ধরে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। এতে নদীর ভাঙন দিন দিন বেড়ে চলেছে। বসতবাড়ি ও ফসলি জমি হারিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন হাজারো মানুষ। “বালু উত্তোলনের কারণে আমাদের ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে যাচ্ছে। ফসলি জমি নষ্ট হচ্ছে। এই দুর্বিষহ অবস্থার হাত থেকে রক্ষা পেতে চাই।”
তিনি অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে জেলা প্রশাসককে উকিল নোটিশ করা হয়েছে। ব্যবস্থা না নিলে আইনি পদক্ষেপ নেওয়া হবে। আমরা চাই প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এবং এই অবৈধ বালু উত্তোলন স্থায়ীভাবে বন্ধ করবে। মেঘনা উপজেলাবাসীর অধিকার রক্ষায় আমরা ঐক্যবদ্ধ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho