
নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে জেলের জালে বিরল আকারের এক ইলিশ ধরা পড়ে। শুক্রবার (২২ আগস্ট) বিকেলে জাল ফেলতে গিয়ে লিটন মাঝির জালে আটকা পড়ে মাছটি। ওজন করা হলে দেখা যায় ইলিশটির ওজন ২ কেজি ৮শ গ্রাম।
রাতের দিকে উপজেলার নলচিরা ইউনিয়নের অলি বাজার ঘাটে মাছটি নিলামে তোলা হয়। সেখানে নিলামে প্রতিযোগিতার মাধ্যমে ইলিশটির দাম ওঠে ৯ হাজার টাকা। শেষ পর্যন্ত ফারুক ব্যাপারী কিনে নেন মাছটি।
লিটন মাঝি বলেন, এবার ভরা মৌসুমে ইলিশের আকাল। শুরু থেকেই জালে মাছ নেই, ব্যবসা তো দূরের কথা, আগের চালানও উঠেনি। আজ আল্লাহর রহমতে বড় এই মাছটি পেয়েছি। ৯ হাজার টাকায় বিক্রি করেছি।
অলি বাজারের পাটোয়ারী মৎস্য আড়তের মালিক সাইফুল পাটোয়ারী জানান, এবার অন্যান্য বছরের তুলনায় ইলিশের পরিমাণ খুবই কম। ভরা মৌসুমে যে হারে মাছ পাওয়ার কথা, তার দশ ভাগের এক ভাগও নেই। ফলে জেলেদের কষ্ট বেড়েছে। তবে বড় মাছের চাহিদা বেশি থাকায় দামও অনেক পাওয়া যায়। তাই বড় ইলিশ জেলেদের মুখে হাসি ফোটায়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho