প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৬, ৫:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৩, ২০২৫, ১:১৫ পি.এম
সিরাজগঞ্জে দুঃস্থ নারীদের সেলাই মেশিন বিতরণ

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে ধানবান্ধি আদর্শ মানবকল্যাণ সমাজের উদ্যোগে দুঃস্থ ও অসহায় ৪০ জন নারীকে তিন মাসব্যাপী প্রশিক্ষণ শেষে সনদপত্র ও একটি করে সেলাই মেশিন দেওয়া হয়েছে।
শনিবার সকালে পৌর এলাকার ধানবান্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও সমাজসেবক হাজী আব্দুস সাত্তার। তার নিজস্ব অর্থায়নে এ কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদ খান হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হাজী কোরপ আলী সরকার কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. মোকতেল হোসেন, দৈনিক সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি মো. আমিনুল ইসলাম খান রানা, সাবেক পৌর কাউন্সিলর আমির হোসেন, এলাকার প্রবীণ ব্যক্তি আজাহার আলী মণ্ডল, ধানবান্ধি ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শাহজাহান আলী, সাবেক সাধারণ সম্পাদক হিল্টন খন্দকার, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা হেলাল আহমেদ, ব্যবসায়ী ও নাট্যকর্মী এসএম মুছা এবং প্রশিক্ষক মুন্নি মাহমুদ মুন।
অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদ রানা।
উল্লেখ্য, সমাজসেবক হাজী আব্দুস সাত্তার দীর্ঘদিন ধরে নিজস্ব অর্থায়নে দরিদ্র ও অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই প্রশিক্ষণসহ ধর্মীয় ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho