প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৬, ৬:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৪, ২০২৫, ৯:৩২ পি.এম
কলারোয়ায় কয়লা ও লাঙ্গলঝাড়া ইউনিয়নে বিএনপির সম্মেলন

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি:
কলারোয়া উপজেলার ৩নং কয়লা ইউনিয়ন বিএনপির সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির প্রকাশনা সম্পাদক তালা-কলারোয়ার সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
শনিবার বিকেলে উপজেলার প্রথম ইউনিয়ন সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা-কলারোয়া সংসদীয় আসনের টিম লিডার জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী। উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিনের সঞ্চালনায় কয়লা ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আতিয়ার রহমান। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ কামরুল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, উপজেলা যুবদলের আহবায়ক এম এ হাকিম সবুজ, বিএনপি নেতা মো. রফিক, সাবেক ছাত্রনেতা এমএ রব শাহিন, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মোশাররফ হোসেন, যুবদল নেতা আলমগীর হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাজালাল আহমেদ সাজু প্রমুখ। সম্মেলনে ৩নং কয়লা ইউনিয়নের নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক শিক্ষক মোস্তাফিজুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন।
অপর দিকে, সন্ধ্যায় অনুরূপভাবে ৪নং লাঙ্গলঝাড়া ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে লাঙ্গলঝাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক অধ্যক্ষ আবুবকর ছিদ্দীক, সাধারণ সম্পাদক হয়েছেন প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ইয়াছিন আলি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho