প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৫, ৬:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৬, ২০২৫, ৮:০৬ এ.এম
সরকারি মহিলা কলেজে প্রভাষকদের অসদাচরণ ও মানহানিকর মন্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার সরকারী মহিলা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক আনিছুর রহমান এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোস্তাফিজুর রহমানসহ ৪/৫ জন শিক্ষকের অসদাচরণ ও মানহানিকর মন্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাইস্কুলের অভিভাবকরা। গত ২১শে আগষ্ট বৃহস্পতিবার সকাল ১১টায় স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে উদ্ভুত ঘটনার বিস্তারিত বিবরণ উপস্থাপন করে তুলে ধরেন স্কুলের ছাত্রছাত্রীদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিতকরণে পদক্ষেপ গ্রহণের দাবী এবং মহিলা কলেজে শিক্ষকদের মানহানিকর মন্তব্য আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে প্রত্যাহারের অনুরোধ জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়-দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাইস্কুলের ৭ থেকে ১৬ বছর বয়সী ১২ শতাধিক ছাত্রছাত্রী ও মহিলা কলেজের ৫ শতাধিক ছাত্রী ১৬ ফুট প্রস্থবিশিষ্ট সড়ক দিয়ে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে আসে। এ কারণে আদালত সড়কে সংযুক্ত উক্ত সড়কটির প্রবেশমুখ থেকে দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাইস্কুলের প্রবেশপথ ও মহিলা কলেজের প্রবেশপথ পর্যন্ত ছাত্রছাত্রী এবং অভিভাবকদের ভীড়ে গিজগিজ থাকে। এসময় আদালত সড়কের সাথে সংযুক্ত উক্ত সড়কটির প্রবেশমুখে দায়িত্ব পালনকারী ট্রাফিক সার্জেন্টসহ ৫/৭ জন পুলিশ সদস্যকে হিমশিম খেতে হয়। এমন পরিস্থিতি থেকে রক্ষার জন্য সকাল সাড়ে ৮ থেকে ৯ টা ও দুপুর দেড়টা থেকে আড়াই টা পর্যন্ত এ সড়কে যানবাহন চলাচল সীমিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু মহিলা কলেজের ৪/৫ জন শিক্ষক এ সিদ্ধান্ত না মেনে তাদের নিজস্ব গাড়ী ও রিকশা নিয়ে কলেজে আসতে থাকেন। এ নিয়ে গত কয়েকদিন ধরে তাদের সাথে অভিভাবকদের বাকবিতন্ডা চলছে। স্কুলের ছাত্রছাত্রীদের নিরাপদে নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিতকরণে পদক্ষেপ গ্রহণের দাবীতে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেয়া হলেও কোন ব্যবস্থা নেয়া হয়নি। অভিভাবকরা আরও অভিযোগ করেন- মহিলা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক আনিছুর রহমান এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোস্তাফিজুর রহমানসহ ৪/৫ জন শিক্ষক ইতিপূর্বে অন্য জেলায় থাকাবস্থায় ফ্যাসিবাদের দোসর হিসেবে জনসাধারণের রোষানলে পড়ে তদবির করে বদলী হয়ে এ কলেজে এসেছেন। তারা স্থানীয় ফ্যাসিবাদের দোসর ২/৩ জন সাংবাদিকের ইন্ধনে শান্তিপূর্ন মৌলভীবাজারকে অশান্ত করার লক্ষ্যে দু’টি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বিরোধ সৃষ্টির পায়তারা চালাচ্ছেন। সংবাদ সম্মেলনে অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাইস্কুলের পরিচালনা কমিটির সদস্য মতিন বখস, জি এম মুক্তাদির রাজু,ফুয়াদ জামান, আবুল কালাম বেলাল প্রমুখ।
তারা অবিলম্বে দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাইস্কুলের শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিতকরণে এবং মহিলা কলেজের অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি জোর দাবী জানান।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho