প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৫, ১০:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৭, ২০২৫, ৯:৫৮ পি.এম
কলারোয়ায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্কসহ নানা প্রতিযোগিতার সমাপনী

আতাউর রহমান, সাতক্ষীরা ব্যুরোঃ
সমাজের সর্বস্তরে দুর্নীতিবিরোধী চেতনা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্তের মধ্য দিয়ে কলারোয়ায় পর্দা নামলো চার দিনব্যাপী হওয়া দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার। বুধবার (২৭ আগস্ট) সমাপনী দিনে পুরস্কার ও ক্রেস্ট বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম। দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা- এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে কলারোয়ায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয় গত রোববার (২৪ আগস্ট)।
দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, খুলনার আয়োজনে এবং কলারোয়া উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বাস্তবায়নে কলারোয়া প্রাথমিক শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত এ সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, খুলনার কোর্ট পরিদর্শক অন্তর মজুমদার অন্তু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবদীন, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুন-অর-রশিদ, অ্যাকাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলা, সাধারণ সম্পাদক আনিছুর রহমান। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মুজিবুর রহমান, কাজীরহাট গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক শামসুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা বাকি বিল্লাহ শাহী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি কাজী শামসুর রহমান, দুপ্রক সদস্য শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, উৎপল সাহা, সাইদুজ্জামান লাভলু, শিক্ষক সালাউদ্দিন, শেখ শাহজাহান আলি শাহিন প্রমুখ। প্রতিযোগিতায় বিতর্কে বামনখালি হাইস্কুলে হারিয়ে বিজয়ী হয়েছে কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল। এছাড়া চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিায় প্রথম স্থান অর্জন করেছে সিংগা হাইস্কুলের মারিয়া তাবাচ্ছুম রোজ ও কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের লামিয়া সুলতানা। চারদিনব্যাপী এ প্রতিযোগিতায় উপজেলার ১৬টি শিক্ষা প্রতিষ্ঠান বিতর্কসহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশ নেয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho