প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৫, ৬:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩০, ২০২৫, ৩:৩৯ পি.এম
মতলব উত্তরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ
চাঁদপুরের মতলব উত্তরে আইডিয়াল ট্রাস্টের উদ্যোগে ও জামায়াতে ইসলামী মনোনীত মেয়র পদ প্রার্থী ইন্জিনিয়ার আব্দুল হাই সিকদার এর সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় । শুক্রবার (২৯ আগস্ট) মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৭ নং ওয়ার্ড রুহিতারপাড় ডিএম উচ্চ বিদ্যালয় মাঠে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৭ নং ওয়ার্ড রুহিতারপাড় ডিএম উচ্চ বিদ্যালয়ে সকাল ১০ টা -বিকাল -৩ টা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগী দেখেন চাঁদপুর -২ ( মতলব উত্তর ও দক্ষিণ) থেকে জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল মোবিন সাহেব। আরো ও রোগী দেখেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডাঃ রুহুল কুদ্দুস বিপ্লব সহ আরো দুজন বিসিএস সরকারি ডাক্তার।
সারাদিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে উপজেলার প্রান্তিক মানুষদের জন্য চিকিৎসা সেবায় অংশ নেন বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসকগণ এ সময় প্রচুর রোগীর সমাগম ঘটে। ডাক্তার গণ নিবিড় পরিচর্যা করে এ সময় রোগী দেখা হয়।
সকাল ১০ ঘটিকায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্ভোদন করেন জামায়াতে ইসলামী মনোনীত চাঁদপুর -২ আসনের সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী ডাঃ আব্দুল মোবিন ।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ আব্দুল মোবিন বলেন,জামায়াতে ইসলামী মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করছে। প্রতিটি নাগরিকের চিকিৎসা পাওয়া তার মৌলিক অধিকার। জামায়াতে ইসলামী মানুষের কল্যাণ ও মানবতার কল্যাণ সাধনের জন্য এই মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে। আমরা আইডিয়াল ট্রাস্টের মাধ্যমে মতলবের জনগণের মাঝে মেডিকেল সেবা দিবো। ইনশাআল্লাহ আল্লাহর এ জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে।
উপস্থিত সকলকে ইসলাম ও কোরআন হাদিসের আলোকে জীবন গড়তে আহ্বান জানান, তিনি অনিয়ম দুর্নীতি, সন্ত্রাসের বিরুদ্ধে ও আগামী প্রজন্মের বাসযোগ্য আধুনিক সুখী সমৃদ্ধ মতলব উত্তর উপজেলা গড়তে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে নির্দেশনা দেন।
এ সময় আরে ও বক্তব্য রাখেন মেয়র পদ প্রার্থী ইন্জিনিয়ার আবদুল হাই সিকদার, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জনাব ডাঃ রুহুল কুদ্দুস বিপ্লব, মতলব উত্তর উপজেলা জামায়াতে ইসলামী আমীর দেওয়ান আবুল বাসার, ছেংগারচর পৌর জামায়াতে ইসলামী সভাপতি হাফেজ মাওলানা এইচ এম রবিউল আলম , সেক্রেটারি জেনারেল শাহজালাল সরকার,সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ সরকার, পৌর প্রচার সম্পাদক বাবুল মিয়া প্রধান সহহ জামায়াতে ইসলামী এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
মেডিকেল ক্যাম্পে থাকা জামায়াতের নেতা-কর্মীরা বলেন, ‘প্রায় পাঁচ শতাধিক লোক বিভিন্ন সেবা গ্রহণ করেছেন। পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন প্রান্ত থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে আসেন নানা পেশার লোকজন।’
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় মেডিকেলের (পিজি হাসপাতাল) সহযোগী অধ্যাপক ডাঃ রুহুল কুদ্দুস বিপ্লব জানান,উপজেলার প্রান্তিক মানুষের চিকিৎসায় ভবিষ্যতেও আমাদের এই ফ্রি মেডিকেল ক্যাম্প চলমান থাকবে ইন শা আল্লাহ ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho