প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৫, ২:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩১, ২০২৫, ৩:০৭ পি.এম
জুলাই যোদ্ধাদের নিয়ে জেলা প্রশাসকের অবহেলা প্রতিবাদে বিক্ষোভ

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে এমআইএস ও গেজেটে প্রকৃত জুলাই যোদ্ধাদের তালিকায় অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে জেলা প্রশাসকের অবহেলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে। রোববার (৩১ আগস্ট) দুপুরে জুলাইযোদ্ধা ও শহীদ পরিবারের ব্যানারে এ কর্মসুচী পালন করা হয়।
এর আগে তালিকা বঞ্চিত জুলাই যোদ্ধারা একত্রিত হয়ে জেলা শহরের পাঠাগার চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এসে প্রতিবাদ কর্মসুচি পালন করেন তারা।
এসময় তারা অভিযোগ করে বলেন, গোটা শরীরে বুলেটের চিহ্ন থাকার পরেও শুধুমাত্র জেলা প্রশাসকের অবহেলার কারনে এমআইএস ও গেজেটে প্রকৃত আহতদের অনেকেই তালিকা থেকে বাদ পরেছে। বার বার জেলা প্রশাসকের দারস্ত হয়েও কোনভাবেই মুল্যায়ন করেননি। অথচ যারা জুলাই আগস্টে সম্পৃক্ত ছিলনা তাদের তালিকায় আনা হয়েছে। শুধু তাই হাতে গোনা চার থেকে পাঁচজন জেলা প্রশাসক ইশরাত ফারজানা (ডিসির) পাশে বসে থাকে তারাইকি ঠাকুরগাঁওয়ের জুলাই যোদ্ধা। যারা আন্দোলনে ছিল ডিসি তাদের ডাকেন না। ডাকেন সুবিধাবাদি কয়েকজনকে। গেল কিছুদিন আগে শহরে জুলাই যোদ্ধাদের একটি অনুষ্ঠান হয়। সেখানে বরাদ্দ ছিল ৬ লাখ টাকা। সেটি কি ছয় লাখ টাকার অনুষ্ঠান ছিল তার হিসেবে চান বক্তারা।
তারা আরো বলেন, এটা আপনার বাজেট নয়। এই বাজেট ছিল যারা সেদিন যারা আন্দোলন করেছিলেন ছাত্র-জনতা, রিক্সাওয়ালা, দোকানদার, সংবাদকর্মীসহ সকলের আমরা তার হিসেব চাই। একই সাথে তারা বলেন অবিলম্বে প্রকৃতদের মুল্যায়ন করতে হবে। অন্যথায় আরো কঠোর কর্মসুচী পালনের হুশিয়ারি উচ্চারণ করেন তারা।
এ বিষয়ে জেলা প্রশাসক ইশরাত ফারজানা জানান, প্রকৃত জুলাইযোদ্ধাদের কাগজপত্র প্রেরণ করলে তা খতিয়ে দেখে তালিকায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেয়া হবে। একই সাথে তিনি বরাদ্দকৃত অর্থ খরচের বিষয়ে সচ্ছতা রয়েছে বলে দাবি করেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho