প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২, ২০২৫, ১:০০ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২৫, ৯:৪৪ এ.এম
কলারোয়ায় কেরালকাতা ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে কেরালকাতা ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ আগস্ট) বিকেলে কেরালকাতা ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত সম্মেলনে ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করা হয়।
সম্মেলনে সভাপতি হয়েছেন আজিজুর রহমান, সাধারণ সম্পাদক হয়েছেন জহুরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো.মুত্তাসিন। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-১ সংসদীয় আসনের সাংগঠনিক টিম প্রধান আবুল হাসান হাদী।
কেরালকাতা ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্যা, সাবেক যুগ্ম সম্পাদক আশরাফ হোসেন, শেখ আব্দুল কাদের বাচ্চু ও রবিউল ইসলাম, যুবদলের যুগ্ম আহবায়ক রুহুল আমীন খোকন, কৃষকদলের মনিরুজ্জামান, ইয়াছিন আলিসহ বিএনপি এবং এর অঙ্গ- সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho