প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৬, ৫:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩, ২০২৫, ৯:২৮ এ.এম
রাঙ্গুনিয়া সাহিত্য পরিষদের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়া সাহিত্য পরিষদের নবগঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রথম সভা গতকাল ২ সেপ্টেম্বর (মঙ্গলবার) অনলাইনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট সাইয়িদ তালুকদার এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক শাহী মোহাম্মদ ইলিয়াছ।
সভায় উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সি. সহ-সভাপতি কবি ও শিক্ষক মিসেস পারভীন আকতার, সহ-সভাপতি জনাব এম. মোরশেদ আলম, সহ-সভাপতি জনাব মো. আলী আজগর। এছাড়া বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সুমঙ্গল তালুকদার জনি, সহ-সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ জাহেদুর রহমান, অর্থ সম্পাদক জনাব শান্ত বড়ুয়া আপন, পাঠাগার সম্পাদক মিস সানজিদা আকতার লিজা, দপ্তর সম্পাদক জনাব মোহাম্মদ বেলাল হোসেন, বিজ্ঞান ও গবেষণা সম্পাদক জনাব অর্পণ বড়ুয়া, শিক্ষা সম্পাদক জনাব নোমান জাভিদ তালুকদার, আবৃত্তি সম্পাদক মিসেস সাবরিনা সাদিয়া, সংস্কৃতিক সম্পাদক মিসেস নাছিমা আকতার, সহ সাংস্কৃতিক সম্পাদক মিস সাদিয়া সেলিম, ধর্ম সম্পাদক জনাব মুহাম্মদ আবদুল কাইয়ুম, সাহিত্য সম্পাদক মিস সায়মা আলম, সহ সাহিত্য সম্পাদক মিস জেসি আকতার,স্বাস্থ্য সম্পাদক জনাব রাহুল বড়ুয়া,পরিকল্পনা সম্পাদক জনাব রবিউল মোস্তফা,পাঠাগার সম্পাদক মিস সানজিদা আকতার লিজা, সহ পাঠাগার সম্পাদক জনাব মোহাম্মদ শহিদ উল্লাহ, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক জনাব রবিউল ইসলাম, নির্বাহী সদস্য জনাব আবদুল মান্নান, মিসেস নাছমিন সুলতানা জেসি, মিসেস রুমি আকতার, মিসেস আফরোজ সুলতানা প্রমুখ।
সভাপতি অ্যাডভোকেট সাইয়িদ তালুকদার নবনির্বাচিত সদস্যদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “সাহিত্য শুধু শব্দের খেলা নয়, এটি আত্মার আহার। আমাদের কলম হবে সমাজের আয়না ও পরিবর্তনের হাতিয়ার।” তিনি আগামী এক বছরের কর্মপরিকল্পনা তুলে ধরে তা বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।
সাধারণ সম্পাদক শাহী মোহাম্মদ ইলিয়াছ ধন্যবাদ জ্ঞাপন করতে গিয়ে বলেন, “আগামী এক বছর সুখে-দুঃখে আমরা সবাই একে অপরের পাশে থাকব। রাঙ্গুনিয়ার সাহিত্যচর্চাকে আমরা জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে চাই।”
আলোচনায় উঠে আসে নিয়মিত সাহিত্যসভা আয়োজন, সাহিত্যপত্রিকা প্রকাশ, তরুণ লেখকদের জন্য কর্মশালা, গ্রামীণ প্রান্তে পাঠচক্র ও অনলাইন প্ল্যাটফর্মকে সক্রিয় করার প্রস্তাব।
সভা শেষে সভাপতি মহোদয় বলেন, “আমাদের কলম হোক অন্যায়ের বিরুদ্ধে বজ্রের মতো কঠোর, আবার মানবিকতার ক্ষেত্রে শিশিরবিন্দুর মতো কোমল।”
সাহিত্যপ্রেমী সদস্যদের প্রাণবন্ত অংশগ্রহণে অনলাইন সভাটি শুধু আনুষ্ঠানিকতা নয়—বরং রাঙ্গুনিয়ার সাহিত্যচর্চার এক নতুন যাত্রার সূচনা হয়ে থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho