
বলিউড বাদশাহ শাহরুখ খানের হাস্যরসের প্রশংসা করেন না এমন মানুষের দেখা পাওয়া দুষ্কর। অনেক সময় তার বুদ্ধিদীপ্ত উত্তরকে ‘ঔদ্ধত্য’ও বলেন কেউ কেউ। এক সময় নাকি সত্যিই অসভ্য ও উদ্ধত ছিলেন বলিউড কিং। নিজেই স্বীকার করলেন সে কথা। পাশাপাশি জানালেন এ সময় দাঁড়িয়ে নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত তিনি।
অভিনেতা হিসাবে তিনি ভালো না মন্দ, সে বিষয়ে বিতর্ক রয়েছে। তবে পড়়াশোনায় কৃতী ছাত্র ছিলেন শাহরুখ খান। অভিনেতা দিল্লির হংসরাজ কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক পাস করেন।
এরপর আইআইটির প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পান বাদশাহ। স্নাতকোত্তর পড়ার জন্যও ভর্তি হন সেখানেই। ওই একই সময় অভিনেতা তার প্রথম ধারাবাহিক ‘ফৌজি’র প্রস্তাব পান।
অভিনয়ের পাশাপাশি পড়াশোনা চলছিল তার। ঠিক সেই সময় সামনে পরীক্ষা। তখন গ্রন্থাগারে বসে পড়াশোনা করছেন অভিনেতা। হঠাৎ কলেজের অধ্যক্ষ এসে বলেন, আমার হাতে থাকলে, তোমাকে পরীক্ষায় বসতেই দিতাম না। তার পাল্টা উত্তরে শাহরুখ বলেন, আপনার এই পরীক্ষার কোনো দরকার নেই আমার।
যদিও সেই দিনের এমন ব্যবহারকে নিজেই ঔদ্ধত্যের তকমা দিয়েছেন কিং খান। শাহরুখ খান বলেন, সেদিনের ব্যবহার ছিল অল্প বয়সের ঔদ্ধত্য, অসভ্যতা ও পাকামি। যদিও সেই ঘটনায় স্যারের কাছে ক্ষমাও চেয়েছিলাম। তিনি বলেন, কারণ আমার মা একেবারে কান ধরে অধ্যক্ষের কাছে নিয়ে গিয়েছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho