প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৬, ৬:১১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৭, ২০২৫, ১২:৩৮ পি.এম
সিরাজগঞ্জে নও মুসলিম মুকুলের মৃত্যু, তদন্তে পুলিশ

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নও মুসলিম বৃদ্ধ মুকুল হোসেনের (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে চান্দাইকোনা ইউনিয়নের পূর্ব পাইকড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় নিহতের স্ত্রী গোলকজান ও আগপক্ষের ছেলে আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছিল, পরে তাদের ছেড়ে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে মুকুলের মৃত্যুর বিষয়ে মাইকিং করা হয়। জানাজার আগে মরদেহ গোসল করানোর সময় গলায় দাগ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরিবারের দাবি, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
প্রায় দুই দশক আগে মুকুল ইসলাম ধর্ম গ্রহণ করে চান্দাইকোনা গ্রামের মৃত আব্দুল গণির মেয়ে গোলকজানকে বিয়ে করেন। গোলকজানের আগের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মুকুল নিজে সন্তান নেননি, তবে আগপক্ষের সন্তানদেরই নিজের সন্তান হিসেবে প্রতিপালন করেছেন।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম. মাসুদ রানা বলেন, “নিহতের গলায় দাগ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho