প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ১:২০ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৭, ২০২৫, ৮:৫০ পি.এম
বকশীগঞ্জ অবৈধ দোকান উচ্ছেদ, দখলমুক্ত হলো সরকারি জায়গা

আল মোজাহিদ বাবু , বকশীগঞ্জ প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সারমারা বাজারে সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। এতে দখলমুক্ত হলো দীর্ঘদিন ধরে দখলকৃত সরকারি সেড ঘর।
রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় নতুন করে নির্মিত দুটি দোকান এবং পূর্বে দখলকৃত প্রায় ২০ টি দোকান উচ্ছেদ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান সহযোগিতা করেন বকশীগঞ্জ থানা পুলিশ।
দ্রুত পদক্ষেপে সরকারি জায়গা দখলমুক্ত হওয়ায় স্থানীয়রা উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন। তবে এলাকাবাসীর অভিযোগ, গত ১৫ বছরে আওয়ামী শাসনামলে সরকারি জায়গায় আরও অসংখ্য দোকান গড়ে উঠেছে। তারা এসব অবৈধ স্থাপনাও দ্রুত অপসারণের দাবি তুলেছেন।
বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ জানান, সরকারি সেড ঘরগুলো সবসময় খোলা থাকবে। বাইরে থেকে আসা বিক্রেতারা দিনে এখানে বসে বেচাকেনা করতে পারবেন, তবে সন্ধ্যায় দোকান সরিয়ে নিতে হবে। কেউ স্থায়ীভাবে দোকান নির্মাণ করতে পারবে না।
অভিযান বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা বলেন, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় সরকারি অর্থায়নে নির্মিত শেড ঘর থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে। সরকারি জায়গা দখলের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho