প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ১০:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৮, ২০২৫, ৯:৫০ এ.এম
আজ বিশ্ব ফিজিওথেরাপি দিবস

সারা বিশ্বে সোমবার (৮ সেপ্টেম্বর) একযোগে পালিত হচ্ছে বিশ্ব ফিজিওথেরাপি দিবস। ১৯৯৬ সালে ওয়ার্ল্ড কনফেডারেশন ফর ফিজিক্যাল থেরাপি ৮ সেপ্টেম্বরকে বিশ্ব ফিজিওথেরাপি দিবস হিসেবে ঘোষণা করে। এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো ‘সুস্থ বার্ধক্যে ফিজিওথেরাপি– পড়ে যাওয়া ও দুর্বলতা প্রতিরোধে ফিজিওথেরাপির গুরুত্ব’। বিশ্বের ১২১টি দেশ দিবসটি পালনে প্রত্যক্ষ অংশগ্রহণ করছে।
চিকিৎসা ব্যবস্থায় ফিজিওথেরাপির গুরুত্ব, ফিজিক্যাল থেরাপিস্টদের ভূমিকা ও অবদান চিকিৎসা-সংশ্লিষ্ট এবং সাধারণ মানুষের মধ্যে পৌঁছানোর লক্ষ্যে দিবসটি পালিত হয়ে থাকে।
২০০৭ সাল থেকে বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন (বিপিএ) প্রতিবছর দিবসটি পালন করে আসছে। চিকিৎসাশাস্ত্রে অর্থপেডিক বিভাগে অস্টিওআর্থ্রাইটিস বিষয়টিকে ব্যাখ্যা করা হয়ে থাকে।
অস্টিওআর্থ্রাইটিস সমস্যায় রোগী হাঁটু এবং হাড়ের নানা জটিলতায় ভোগেন। যেমন: হাঁটাচলায় সমস্যা, দীর্ঘমেয়াদি ব্যথা, অসারতা ইত্যাদি। আর এ ধরনের নানা সমস্যায় কার্যকরী ও পার্শ্বপ্রতিক্রিয়াবিহীন একটি চিকিৎসা পদ্ধতি হলো ফিজিওথেরাপি।
বিশ্ব মেডিকেল জার্নালের তথ্য বলছে, বাংলাদেশে ১৮ বছর এবং তার বেশি বয়সী নারী ও পুরুষের ৭ দশমিক ৩ শতাংশ অস্টিওআর্থ্রাইটিস রোগের শিকার।
পরিসংখ্যান বলছে, এ দেশে আক্রান্ত রোগীর মধ্যে নারীর সংখ্যাই বেশি। বিশেষজ্ঞরা বলছেন, সঠিক চিকিৎসা এবং ফিজিওথেরাপির অভাবে রোগীদের ভোগান্তির যেমন শেষ নেই, তেমনি ঝুঁকি থাকে অকাল পঙ্গুত্বের। তাই দিবসটিতে প্রতিটি মানুষেরই উচিত ফিজিওথেরাপির গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে সম্যক ধারণা লাভ করা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho