মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

লুটপাটকারীদের সম্পদ বিক্রি করে গ্রাহকের অর্থ ফেরতের দাবি পেশাজীবী পরিষদের

ইসমাইল ইমন, চট্টগ্রাম প্রতিনিধি
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, চট্টগ্রাম সম্প্রতি পাঁচটি বেসরকারি ব্যাংকে আমানতকারীদের টাকা তুলতে না পারার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে গ্রাহকরা সামান্য কয়েক হাজার টাকার বেশি উত্তোলন করতে পারছেন না। আবার অনেকেই কোনো অর্থই তুলতে পারছেন না। এতে আমানতকারীরা চরম ভোগান্তি ও হতাশায় ভুগছেন।
পরিষদের আহ্বায়ক জাহিদুল করিম কচি ও সদস্য সচিব খুরশীদ জামিল চৌধুরী এক যৌথ বিবৃতিতে এ পরিস্থিতির তীব্র নিন্দা জানান। তাঁরা বলেন,গ্রাহকের আমানত আত্মসাৎকারীদের সম্পদ জব্দ ও বিক্রি করে দ্রুত অর্থ ফেরত দিতে হবে।
এ বিষয়ে অর্থ উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে সংগঠনটি। একই সঙ্গে পেশাজীবী পরিষদ মনে করে, ভয়াবহ এই পরিস্থিতি প্রতিরোধে সমাজের সব স্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ন্যায়, সত্য ও মানবিক মূল্যবোধের পক্ষে সোচ্চার হতে হবে।
জনপ্রিয়

যশোরে নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে পরিবারকল্যাণ কর্মীদের অবস্থান কর্মসূচি

লুটপাটকারীদের সম্পদ বিক্রি করে গ্রাহকের অর্থ ফেরতের দাবি পেশাজীবী পরিষদের

প্রকাশের সময় : ১২:১৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
ইসমাইল ইমন, চট্টগ্রাম প্রতিনিধি
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, চট্টগ্রাম সম্প্রতি পাঁচটি বেসরকারি ব্যাংকে আমানতকারীদের টাকা তুলতে না পারার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে গ্রাহকরা সামান্য কয়েক হাজার টাকার বেশি উত্তোলন করতে পারছেন না। আবার অনেকেই কোনো অর্থই তুলতে পারছেন না। এতে আমানতকারীরা চরম ভোগান্তি ও হতাশায় ভুগছেন।
পরিষদের আহ্বায়ক জাহিদুল করিম কচি ও সদস্য সচিব খুরশীদ জামিল চৌধুরী এক যৌথ বিবৃতিতে এ পরিস্থিতির তীব্র নিন্দা জানান। তাঁরা বলেন,গ্রাহকের আমানত আত্মসাৎকারীদের সম্পদ জব্দ ও বিক্রি করে দ্রুত অর্থ ফেরত দিতে হবে।
এ বিষয়ে অর্থ উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে সংগঠনটি। একই সঙ্গে পেশাজীবী পরিষদ মনে করে, ভয়াবহ এই পরিস্থিতি প্রতিরোধে সমাজের সব স্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ন্যায়, সত্য ও মানবিক মূল্যবোধের পক্ষে সোচ্চার হতে হবে।