প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২, ২০২৫, ৮:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৮, ২০২৫, ১২:১৯ পি.এম
লুটপাটকারীদের সম্পদ বিক্রি করে গ্রাহকের অর্থ ফেরতের দাবি পেশাজীবী পরিষদের

ইসমাইল ইমন, চট্টগ্রাম প্রতিনিধি
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, চট্টগ্রাম সম্প্রতি পাঁচটি বেসরকারি ব্যাংকে আমানতকারীদের টাকা তুলতে না পারার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে গ্রাহকরা সামান্য কয়েক হাজার টাকার বেশি উত্তোলন করতে পারছেন না। আবার অনেকেই কোনো অর্থই তুলতে পারছেন না। এতে আমানতকারীরা চরম ভোগান্তি ও হতাশায় ভুগছেন।
পরিষদের আহ্বায়ক জাহিদুল করিম কচি ও সদস্য সচিব খুরশীদ জামিল চৌধুরী এক যৌথ বিবৃতিতে এ পরিস্থিতির তীব্র নিন্দা জানান। তাঁরা বলেন,গ্রাহকের আমানত আত্মসাৎকারীদের সম্পদ জব্দ ও বিক্রি করে দ্রুত অর্থ ফেরত দিতে হবে।
এ বিষয়ে অর্থ উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে সংগঠনটি। একই সঙ্গে পেশাজীবী পরিষদ মনে করে, ভয়াবহ এই পরিস্থিতি প্রতিরোধে সমাজের সব স্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ন্যায়, সত্য ও মানবিক মূল্যবোধের পক্ষে সোচ্চার হতে হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho