প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৬, ৩:২১ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২৫, ৮:৫১ পি.এম
সিরাজগঞ্জে ইউএনওর বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাতের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
গত সোমবার (৮ সেপ্টেম্বর) উল্লাপাড়ার ওমর ফারুক নামে এক স্থানীয় বাসিন্দা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে বলা হয়েছে, ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ও অন্যান্য প্রকল্পে বিধিমালা উপেক্ষা করে অর্থ আত্মসাৎ করা হয়েছে।
অভিযোগপত্র অনুযায়ী, এ অর্থবছরে ১১৮টি প্রকল্পে মোট ব্যয় ধরা হয় ৫ কোটি ৯৪ লাখ ৫৩১ টাকা। এর মধ্যে এলটিএম টেন্ডার পদ্ধতিতে ৪ কোটি ৮৬ লাখ ৫৩১ টাকা এবং প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) পদ্ধতিতে ১ কোটি ৮ লাখ টাকার প্রকল্প গ্রহণ করা হয়। এছাড়া স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে পাওয়া বিশেষ বরাদ্দের ৪০ লাখ টাকায় বিভিন্ন দপ্তরের ভবন মেরামত করা হয়েছে, যা উপজেলা উন্নয়ন তহবিল নির্দেশিকা অনুযায়ী অনুমোদিত নয়।
অভিযোগে বলা হয়, একই প্রকল্প খণ্ড খণ্ড করে পিআইসির মাধ্যমে বাস্তবায়ন দেখানো হয়েছে। উদাহরণস্বরূপ, শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ সরবরাহের ছয় লাখ টাকার একটি প্রকল্পকে তিন ভাগে ভাগ করে দেখানো হয়, যা পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০০৮ এর লঙ্ঘন।
এছাড়া উপজেলা পরিষদ চত্বরকেন্দ্রিক বিভিন্ন গ্যারেজ নির্মাণে প্রায় ১০ লাখ টাকার ব্যয় দেখানো হলেও সেসব প্রকল্প বাস্তবে হয়নি বলে অভিযোগে উল্লেখ রয়েছে। খেলাধুলা খাতে চার লাখ টাকার বরাদ্দ থেকেও প্রকৃতপক্ষে অল্প কিছু ফুটবল বিতরণ করা হয়েছে বলে স্থানীয় ক্রীড়া সংগঠনের নেতারা জানিয়েছেন।
অভিযোগ বিষয়ে উপজেলা প্রকৌশলী মো. শহিদুল্লাহ বলেন, “আমরা সব কাজ সরকারি নিয়ম অনুযায়ী করেছি, অভিযোগের কোনো ভিত্তি নেই।”
যোগাযোগ করা হলে ইউএনও আবু সালেহ মোহাম্মদ হাসনাত অভিযোগ সম্পর্কে অবগত নন দাবি করে বলেন, “অভিযোগ জেলা প্রশাসকের কাছে গেছে, তিনিই জানবেন।” এরপর তিনি ফোন সংযোগ বিচ্ছিন্ন করেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho