
রাতভর গভীর ঘুম হলো, তবু সকালে অ্যালার্ম বাজলেও শরীর যেন নড়তে চায় না এ অভিজ্ঞতা অনেকেরই পরিচিত। কেউ মনে করেন এটা শুধুই অলসতা বা কাজ এড়ানোর অজুহাত। কিন্তু আসলেই কি তাই? বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত সকালে বিছানা ছাড়তে না পারা অনেক সময় মানসিক স্বাস্থ্যের সংকেত হতে পারে।
ঘুম আমাদের শরীর ও মনের পুনর্গঠনের সময়। কিন্তু যখন এই স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হয়, তখন তার প্রভাব পড়ে দৈনন্দিন জীবনযাত্রায়। সারাদিন ক্লান্তি, কাজে মনোযোগের অভাব, মন খারাপ কিংবা আত্মবিশ্বাস হারানো এসবের সঙ্গে যুক্ত থাকে ভোরবেলা ঘুম ভাঙতে না পারা। বিষয়টি কেবল ঘুমের নয়, বরং মানসিক ও শারীরিক সুস্থতার সঙ্গে গভীরভাবে জড়িত।
কেন ঘুম ভাঙে না: যদি নিয়মিত সকালে ঘুম ভাঙতে সমস্যা হয়, তবে প্রথমেই খুঁজে দেখতে হবে কোনো শারীরিক অসুস্থতা আছে কিনা। যেমন: স্লিপ অ্যাপনিয়া, নার্কোলেপসি বা ক্রনিক ফ্যাটিগ সিনড্রোম। এ ছাড়া ঘুম প্যারালাইসিসও ঘুম ভাঙার স্বাভাবিক প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে। তবে চিকিৎসাগত সমস্যা না থাকলেও মানসিক স্বাস্থ্যজনিত কারণে অনেক সময় এমন পরিস্থিতি তৈরি হয়।
মানসিক স্বাস্থ্য ও ঘুম
নিয়মিত সকালে ঘুম ভাঙতে না পারলে তা কর্মক্ষমতা কমায়, মন খারাপ বাড়ায় এবং আত্মবিশ্বাস নষ্ট করে। সারাদিনের শক্তি কমে যায়, সহজেই বিরক্তি আসে এবং দৈনন্দিন জীবনযাত্রা এলোমেলো হয়ে পড়ে।
করণীয়
ঘুম ভাঙতে না পারা কেবল অলসতা নয় এটি মানসিক স্বাস্থ্যেরও একটি ইঙ্গিত হতে পারে। তাই সমস্যাটি দীর্ঘস্থায়ী হলে অবহেলা না করে সমাধানের চেষ্টা করা জরুরি। মনে রাখবেন, সহায়তা চাইতে কোনো লজ্জা নেই। সুস্থ ঘুমই পারে মন ও শরীরকে সকালের নতুন আলোর মতো সতেজ করে তুলতে।
সূত্র: ভেরি ওয়েল মাইন্ড
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho