প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৬, ৯:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১১, ২০২৫, ২:০১ পি.এম
মাদকের টাকা না পেয়ে ভাতিজিকে কুপিয়ে হত্যা করলেন চাচা

ভাবির কাছে মাদকের টাকা না পেয়ে ভাতিজি ফাতেমা বেগমকে (৩) কুপিয়ে হত্যা করেছে নুরুল হাকিম নামে এক ব্যক্তি।
ঈদগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম জানান, বুধবার (১০ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খুইল্ল্যা শিয়া মোহাম্মদ শরীফ পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত নিহত ফাতেমা বেগম একই এলাকার নুরুল আজিমের মেয়ে।
স্থানীয়দের বরাতে এসআই খোরশেদ আলম বলেন, শিশু ফাতেমা বেগমের আপন চাচা নুরুল হাকিম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তিনি মাদক সেবনের টাকার জন্য ভাই ও ভাবিকে প্রতিনিয়ত বিরক্ত করতো। বুধবার রাতেও নুরুল হাকিম ভাবির কাছে টাকা চায়। কিন্তু টাকা দিতে অস্বীকৃতি জানানোয় ভাবির উপর রেগে বসে এবং তর্কাতর্কি শুরু করে।
তর্কাতর্কির এক পর্যায়ে ধারালো দা দিয়ে ভাবিকে কোপানোর চেষ্টা চালায়। এতে ভাবি দৌঁড়ে পালিয়ে গেলেও ভাতিজি ফাতেমাকে সামনে পেয়ে মাথায় কোপ দেয়। এসময় শিশুটি ঘটনাস্থলেই মারা যায়।
পুলিশের এ উপপরিদর্শক বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এসময় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। কিন্তু ঘটনার পরপরই ঘাতক চাচা পালিয়ে যাওয়াত আটক করা সম্ভব হয়নি।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান এসআই খোরশেদ আলম।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho