প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৫, ২:১১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২৫, ৩:৩৪ পি.এম
নাগরিকত্ব ইস্যু :-সোনিয়া গান্ধীর বিরুদ্ধে মামলা, খারিজ আদালতে

নাগরিক হওয়ার আগেই ভোটার তালিকায় নাম তোলার অভিযোগে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেত্রী সোনিয়া গান্ধীর বিরুদ্ধে করা মামলা খারিজ করে দিয়েছে দেশটির একটি আদালত।
সোনিয়া গান্ধী নাগরিকত্ব পাওয়ার আগে ভোটার তালিকায় নাম তোলেন বলে অভিযোগ করে বিজেপি। এই অভিযোগে দিল্লির একটি আদালতে মামলা দায়ের করেন বিকাশ ত্রিপাঠী নামে এক ব্যক্তি। তবে গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সেই মামলা খারিজ করে দেয় আদালত।
সোনিয়ার নাগরিকত্ব নিয়ে প্রথমে অভিযোগ করেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। বিজেপির দাবি, ১৯৮০ সালে ভোটার তালিকায় সোনিয়া গান্ধীর নাম তোলা হয়েছিল। যদিও তিনি আরও তিন বছর পরে ভারতের নাগরিকত্ব পেয়েছিলেন। এ নিয়ে শুরু হয় বিতর্ক। যা আদালত পর্যন্ত গড়ায়।
সোনিয়া গান্ধির বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের অনুমতি চান বিকাশ ত্রিপাঠী। এই মামলা ভারতের জাতীয় রাজনীতিতে বেশ হইচই ফেলে দেয়। তবে আদালতের রায়ে স্বস্তি পেলেন কংগ্রেসের এই সংসদ সদস্য।
ইতালিতে জন্ম নেয়া সোনিয়া ১৯৬৮ সালে রাজীব গান্ধীর সঙ্গে বিবাহের পর ভারতের রাজনৈতিক পরিবারে আসেন। পরে নাগরিকত্ব গ্রহণ করেন। তারপর থেকেই কংগ্রেসের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho